রবিবার

২৪ নভেম্বর, ২০২৪
৯ অগ্রহায়ণ, ১৪৩১
২২ জামাদিউল আউয়াল, ১৪৪৬

মিরসরাইয়ে নদী ও জলাশয় সুরক্ষায় বেলা`র মানববন্ধন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর, ২০২৪ ২১:২৬

আপডেট: ২২ সেপ্টেম্বর, ২০২৪ ২১:২৬

শেয়ার

মিরসরাইয়ে নদী ও জলাশয় সুরক্ষায় বেলা`র মানববন্ধন
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির মানববন্ধব। ছবি:বাংলা এডিশন

"প্রকৃতিকে বাঁচাতে হলে নদীকে বাঁচাতে হবে" এ শ্লোগানে বিশ্ব নদী দিবস উপলক্ষে নদী ও জলাশয় সুরক্ষায় চট্টগ্রামের মিরসরাইয়ে মানববন্ধন করেছে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)।

রবিবার (২২ সেপ্টেম্বর) উপজেলার করেরহাট ইউনিয়নের পশ্চিম অলিনগর গ্রামে ফেনী নদীর পাড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এসময় মানববন্ধনে নদী ভাঙনে ক্ষতিগ্রস্থ ও ঝুঁকিতে থাকা বাসিন্দারা অংশগ্রহণ করে।

মানববন্ধনে বেলা'র চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক মনিরা পারভীন, মাঠ কর্মকর্তা ফারমিন এলাহী, হিসাবরক্ষক কর্মকর্তা তমিজ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, আগে ফেনী নদী থেকে অপরিকল্পিত ভাবে বালু উত্তোলনের কারণে ভাঙন দেখা দিয়েছিল। বর্তমানে বন্যা ও নদীতে পলি জমাট হওয়ায় তীব্র ভাঙন দেখা দিয়েছে।

এসময় বক্তারা নদী ভাঙনের কবলে পড়া পরিবারগুলোকে পূর্ণবাসন ও ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি জানান।