রবিবার

২৪ নভেম্বর, ২০২৪
৯ অগ্রহায়ণ, ১৪৩১
২২ জামাদিউল আউয়াল, ১৪৪৬

রাজশাহী মেডিকেলে ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর, ২০২৪ ২১:২৪

আপডেট: ২২ সেপ্টেম্বর, ২০২৪ ২১:২৫

শেয়ার

 রাজশাহী মেডিকেলে ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু
রাজশাহী মেডিকেলে ডেঙ্গু রোগীর মৃত্যু।ছবি:বাংলা এডিশন

 ডেঙ্গু আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন শাকিলা (২০) নামক এক তরুনী। শনিবার দিবাগত রাতে রামেকের আইসিউতে থাকাকালীন মারা যায় ঐ রোগী। মৃত ঐ রোগী রাজশাহীর বাগমারার বাসিন্দা।

ডেঙ্গুজরের নানা উপসর্গ নিয়ে গত ১৬ সেপ্টেম্বর রাজশাহী মেডিকেলে কলেজ হাসপাতালে ভর্তি হয় শাকিলা। পরে  শারিরীক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেয়া হয় এবং আইসিউতে থাকাকালীন শনিবার দিবাগত রাতে মৃত্যু হয়।

রামেক মুখপাত্র ডা.শংকর জানান, শাকিলার উপসর্গগুলো জটিল হওয়ার কারনে তাকে বাঁচানো সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, প্রায় প্রতিদিনই ডেঙ্গু আক্রান্ত রোগী আসছে। ইতিমধ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ১৯ জন চিকিৎসা নিচ্ছেন  ডেঙ্গু রোগের। চাপ বাড়লে আরো নতুন ওয়ার্ড খোলা হবে।বিশেষজ্ঞরা আশঙ্কা ডেঙ্গুর বিষয়টি পুনরায় প্রকট হতে পারে।