শুক্রবার

৪ এপ্রিল, ২০২৫
২১ চৈত্র, ১৪৩১
৬ শাওয়াল, ১৪৪৬

সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণে বিজিবির বাধা

প্রতিনিধি, জয়পুরহাট

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর, ২০২৪ ১০:১২

শেয়ার

সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণে বিজিবির বাধা
প্রতীকী ছবি।

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের সোনাতলা সীমান্তের কিছু অংশে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করার বিষয়টি জানতে পেরে এতে বাধা দেয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির বাধার পর কাজ বন্ধ রেখেছে বিএসএফ।

পরে রোববার দুপুরে এ বিষয়ে বৈঠক করেছে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী।

স্থানীয়রা জানান, সীমান্তের সোনাতলা অংশে কাঁটাতারের বেড়া নেই। গত কয়েকদিন ধরে এই অংশের মেইন পিলার ২৮০ নম্বরের সাব পিলার ১২ ও ১৩ নম্বরের ভারতীয় অভ্যন্তরে ৫ থেকে ১০ গজের ভিতরে কাঁটাতারের বেড়া নির্মাণ করে বিএসএফ সদস্যরা। স্থানীয়রা বিজিবিকে বলার পর সেখানে বাধা দেয়া হয়। এরপর বিএসএফ কাজ বন্ধ রাখে।

banner close
banner close