সিরাজগঞ্জে র্যাব-১২ এর অভিযানে ৯৪ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার। রবিবার দুপুরে র্যাব-১২, সদর কোম্পানি এবং সিপিএসসি বগুড়ার,সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার হাটিকুমরুল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
র্যাবের একজন কর্তব্যরত সদস্য জানান, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-১২ এর অধিনায়ক মোঃ মারুফ হোসেনের নেতৃত্বে রংপুর-ঢাকা মহাসড়কের হাটিকুমরুল বাগিচাপাড়ার পাশে অবস্থিত হোটেল নিউ মায়ের আচলের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
অভিযানে গ্রেফতার হওয়া বিপুল চন্দ্র রায় এবং রিপন নামের এই দুই মাদককারবারি দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় ফেন্সিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল। গ্রেফতারকৃতদের কাছ থেকে ৯৪ বোতল ফেন্সিডিল ছাড়াও মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও নগদ ২,৫০০ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ফেন্সিডিল ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
তাদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন: