রবিবার

২৪ নভেম্বর, ২০২৪
৯ অগ্রহায়ণ, ১৪৩১
২২ জামাদিউল আউয়াল, ১৪৪৬

হবিগঞ্জে চার সাংবাদিকসহ ৪৮ জনের নামে মামলা: তদন্তে পিবিআই

প্রতিনিধি,হবিগঞ্জ

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর, ২০২৪ ০৯:১৩

আপডেট: ২৪ সেপ্টেম্বর, ২০২৪ ১৩:০১

শেয়ার

হবিগঞ্জে চার সাংবাদিকসহ ৪৮ জনের নামে মামলা: তদন্তে পিবিআই
কোলাজ: বাংলা এডিশন

চারদিনের ব্যবধানে হবিগঞ্জের মাধবপুরে আবারো চার সাংবাদিক নামে মামলা হয়েছে। মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হট্টগোলে ভাঙচুর ও মারামারি কথা বলা হয়েছে। মামলায় চার সাংবাদিক ছাড়াও আওয়ামীলীগের ৪৪ জন নেতাসহ ১৫০ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে।

সোমবার হবিগঞ্জ অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের শিমুলঘর গ্রামের ইকবাল চৌধুরীর ছেলে গোলাম মোহাম্মদ চৌধুরী। আদালত মামলটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) হবিগঞ্জকে নির্দেশ দেন।

মামলায় চার সাংবাদিক হলেন, মাধবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক খোলা কাগজের মাধবপুর প্রতিনিধি সাব্বির হাসান, দৈনিক সমকালের প্রতিনিধি আইয়ুব খান, দৈনিক জনকণ্ঠের প্রতিনিধি শংকর পাল চৌধুরী, বাংলাদেশ প্রেসক্লাবের উপজেলা সভাপতি ও দৈনিক মর্নিং পোস্টের জেলা প্রতিনিধি মো. শামীম মিয়া।