শুক্রবার

১১ এপ্রিল, ২০২৫
২৭ চৈত্র, ১৪৩১
১৩ শাওয়াল, ১৪৪৬

ঝিনাইদহে সড়ক দূর্ঘটনায় নিহত ২

প্রতিনিধি,ঝিনাইদহ

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর, ২০২৪ ১৯:৩১

আপডেট: ২৪ সেপ্টেম্বর, ২০২৪ ১৯:৩২

শেয়ার

ঝিনাইদহে সড়ক দূর্ঘটনায় নিহত ২
দূর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ট্রাক।ছবি:বাংলা এডিশন

ঝিনাইদহে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে মিনিট্রাকের ধাক্কায়  ২জন নিহত ও ১ জন আহত হয়েছে।

ঝিনাইদহের সদরের,সাধুহাটি বাজারে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে মিনিট্রকের ধাক্কায় ২ জন ব্যাবসায়ীসহ ১জন আহত হয়েছে। আজ ভোর ৫্রটার সময়  দূর্ঘটনাটি ঘটে।

দূর্ঘটনায় নিহতরা হলেন-ফরিদপুর জেলার সালতা থানার বড় কাউনিয়া গ্রামের আনিছুর রহমান  ও একই উপজেলার ভাওয়াল গ্রামের ফারুক মাতুব্বর। একই উপজেলার ভাওয়াল গ্রামের মতিয়ার রহমান, বর্তমানে তিনি ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে।

প্রত্যক্ষদর্শীরা জানান,ফরিদপুর থেকে মিনিট্রাক নিয়ে চালকসহ চারজন কলা ব্যবসায়ী মেহেরপুর যাওয়ার সময় পথিমধ্যে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের সাধুহাটি নামক স্থানে পৌঁছালে দ্রুতগামী মিনিট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত ও একজন আহত হয়।

banner close
banner close