শুক্রবার

১১ এপ্রিল, ২০২৫
২৭ চৈত্র, ১৪৩১
১৩ শাওয়াল, ১৪৪৬

চির নিদ্রায় শায়িত লেফটেন্যান্ট নির্জন

প্রতিনিধি,টাংগাইল

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর, ২০২৪ ১১:৪০

আপডেট: ২৫ সেপ্টেম্বর, ২০২৪ ১১:৪১

শেয়ার

চির নিদ্রায় শায়িত লেফটেন্যান্ট নির্জন
লেফটেন্যান্ট নির্জনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন। ছবি: বাংলা এডিশন

যথাযত রাষ্ট্রীয় মর্যাদায় নিজ মাতৃভূমি টাংগাইলের করটিয়ার করের বেতকায় জানাযা শেষে বোয়ালী সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে প্রয়াত লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জনকে।

মঙ্গলবার বিকেলে হেলিকপ্টার যোগে নির্জনের মরদেহ টাংগাইলে পৌঁছলে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারনা হয়। লেফটেন্যান্ট নির্জনের জানাযায় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাসহ দল,মত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।

নির্জনের বোন বলেন, ‘অভিযানে যাচ্ছি আপা দোয়া করো, নিরাপদ জায়গায় গিয়ে আবার ফোন করবো। এটাই ছিলো ভাইয়ের সাথে আমার শেষ কথা। আমার ভাইটি আর ফিরে এলো না।’ ওই সময় পরিবারের গগনবিদারি আত্ম চিৎকারে চারপাশের পরিবেশ ভারী হয়ে উঠে।

 

banner close
banner close