শনিবার

২৮ সেপ্টেম্বর, ২০২৪
১৩ আশ্বিন, ১৪৩১
২৪ রবিউল আউয়াল, ১৪৪৬

থানা থেকে পালিয়ে যাওয়া সাইফুল ইসলাম সজীব বাঁশখালী থেকে গ্রেফতার

প্রতিনিধি, লোহাগাড়া (চট্টগ্রাম)

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর, ২০২৪ ১৪:৪৬

আপডেট: ২৫ সেপ্টেম্বর, ২০২৪ ১৪:৪৮

শেয়ার

থানা থেকে পালিয়ে যাওয়া সাইফুল ইসলাম সজীব বাঁশখালী থেকে গ্রেফতার
পালিয়ে যাওয়ার ১৫ দিন পর গ্রেফতার সজীব। ছবি: বাংলা এডিশন

থানা থেকে পালিয়ে যাওয়া সাইফুল ইসলাম সজীব বাঁশখালী থেকে গ্রেফতার

পুলিশের হেফাজত থেকে কৌশলে পালিয়ে যাওয়া লোহাগাড়ার যুবলীগ নেতা সাইফুল ইসলাম সজীবকে ফের গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বুধবার ভোর রাতে চট্টগ্রামের বাঁশখালী বাহারছড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সাইফুল ইসলাম সজীব উপজেলার কলাউজান ইউনিয়নের ৭নং ওয়ার্ড বলিপাড়া গ্রামের নজির আহদের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান। তিনি বলেন, ‘থানা থেকে পালিয়ে যাবার পর থেকে তাকে গ্রেফতারের জন্য পুলিশ অভিযান অব্যাহত রেখেছিলো। তারই ধারাবাহিকতায় থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালীর বাহারছড়া এলাকায় অভিযান চালিয়ে ১৫ দিন পর সাইফুল ইসলাম সজীবকে গ্রেফতার করতে সক্ষম হয়। তার বিরুদ্ধে চাঁদাবাজি ও মাদকসহ তিনটি মামলা রয়েছে।’

বুধবার তাকে আদালতে সোপর্দ করা হবে।