শনিবার

২৮ সেপ্টেম্বর, ২০২৪
১৩ আশ্বিন, ১৪৩১
২৪ রবিউল আউয়াল, ১৪৪৬

ধলেশ্বরী নদীতে গোসল করতে গিয়ে বাবা-মেয়ে নিখোঁজ

প্রতিনিধি,মানিকগঞ্জ

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর, ২০২৪ ১৪:৪৪

আপডেট: ২৫ সেপ্টেম্বর, ২০২৪ ১৪:৪৬

শেয়ার

ধলেশ্বরী নদীতে গোসল করতে গিয়ে বাবা-মেয়ে নিখোঁজ
গোসল করতে গিয়ে বাবা-মেয়ে নিখোঁজ। ছবি: বাংলা এডিশন

মানিকগঞ্জের সিঙ্গাইরে ধলেশ্বরী নদীতে গোসল করতে গিয়ে বাবা ও মেয়ে নিখোঁজ হয়েছেন। বুধবার সকালে উপজেলার বায়রা ইউনিয়নের খেয়াঘাট এলাকার ধলেশ্বরী নদীতে ৪৫ বছর বয়সী মহিদুর রহমান ও তার মেয়ে ১২ বছর বয়সী রাফা আক্তারগোসল করতে যান।

এসময় মহিদুর রহমান মেয়েকে সাঁতার শেখাতে গিয়ে দুজনেই ডুবে যায়। সিঙ্গাইর ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল উদ্ধারে কাজ করছেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানাগেছে, বুধবার সকাল সাড়ে ৭ টার দিকে বায়রা ইউনিয়নের চর নয়াবাড়ী গ্রামের মৃত আবেদ খানের ছেলে মহিদুর রহমান তার মেয়ে রাফা আক্তারকে নিয়ে ধলেশ্বরী নদীতে গোসল করতে যান। এদিন মহিদুর রহমান মেয়েকে সাঁতার শেখানোর সময় হঠাৎ দুজনেই স্রোতে ভেসে নিখোঁজ হয়।

পরে স্থানীয়রা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন। সিঙ্গাইর ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল তাদের উদ্ধারে কাজ করছেন।

সিঙ্গাইর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইশতিয়াক আহম্মেদ বলেন, ‘৫ সদস্যের একটি ডুবুরি দল সকাল সাড়ে ৮ টা থেকে উদ্ধারে কাজ করছে। নদীতে পানি কম থাকলেও প্রচুর স্রোত। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো নিখোঁজ বাবা-মেয়েকে উদ্ধার করা সম্ভব হয়নি। উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।’