শনিবার

২৮ সেপ্টেম্বর, ২০২৪
১৩ আশ্বিন, ১৪৩১
২৪ রবিউল আউয়াল, ১৪৪৬

গাজীপুরের টংঙ্গীতে সেলিম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

প্রতিনিধি,গাজীপুর

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর, ২০২৪ ১৮:২৬

আপডেট: ২৫ সেপ্টেম্বর, ২০২৪ ১৮:২৭

শেয়ার

গাজীপুরের টংঙ্গীতে সেলিম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
সেলিম হত্যার বিচারের দাবীতে মানববন্ধন,ছবি:বাংলা এডিশন

সেলিম হত্যার বিচারের দাবিতে গাজীপুরের টংঙ্গীর পূর্ব থানার সামনে মানববন্ধন করেছে স্বজনেরা। সকালে সাড়ে ১০ টায় শুরু হওয়া মানববন্ধনে স্বজনদের সাথে অংশগ্রহণ করে স্থানীয়রা।

 “আমার ভাই কবরে; খুনী কেন বাহিরে” “বিচার চাই, বিচার চাই,সেলিম হত্যার বিচার চাই”স্লোগান দিতে থাকেন তারা। পরে থানা কতৃপক্ষের অনুরোধে তারা মানববন্ধন শেষ করে।

স্থানীয়সূত্রে জানা যায়,গত ২৯ আগস্ট ভোররাতে টঙ্গীর কেরাণীটেক বস্তি এলাকা আলী আকবর রনিসহ কিছু সন্ত্রাস কুপিয়ে জখম করে করে সেলিম নামের এক যুবককে। পরে সকাল ৭টায় চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয় সেলিমের।

ওই ঘটনায় সেলিমের বাবা বাদী হয়ে গাজীপুর থানায় আলী আকবর রনি সহ ৫ জনের নাম উল্ল্যেখ করে মামলা করে। ওইদিনই হত্যায় অংশ নেওয়া খোকন ও রাহুল নামের দুইজনকে গ্রেফতার করে থানা পুলিশ।

নিহতের স্বজনদের দাবি মামলার প্রধান আসামী আলী আকবর রনি এলাকায় অবস্থান করলেও তাকে পুলিশ গ্রেফতার না করার প্রতিবাদে এই  মানববন্ধন করেছেন তারা।