গাইবান্ধায় ৩২ লাখ টাকার নকল কীটনাশক পুড়িয়ে ধ্বংস করে দিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এ সময় নকল কীটনাশক বিক্রি ও মজুদের দায়ে ব্যবসায়ী তারিকুল ইসলামকে তিন মাসের কারাদণ্ড একই সাথে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার বিকেলে শহরের খাঁ পাড়া এলাকায় ব্যবসায়ী তারিকুল ইসলামের গুদামে এ অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ী তারিকুল ইসলাম গাইবান্ধা শহরের পুরাতন জেলখানা মোড়ে অবস্থিত বর্ণা কৃষি বিতানের স্বত্বাধিকারী।
গাইবান্ধা জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টরেট (এনডিসি) মো. সাদরুল আলম এই অভিযান পরিচালনা করেন। এ সময় ভোক্তা অধিকার, গাইবান্ধার সহকারী পরিচালক আফসানা পারভীন, সদর উপজেলা কৃষি অফিসার মো. শাহাদত হোসেনসহ সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: