শনিবার

২৮ সেপ্টেম্বর, ২০২৪
১৩ আশ্বিন, ১৪৩১
২৪ রবিউল আউয়াল, ১৪৪৬

হঠাৎ পদ্মার পানি বৃদ্ধি, তলিয়ে গেছে ৪৭৫ হেক্টর ফসলি জমি

প্রতিনিধি,নাটোর

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর, ২০২৪ ১২:৪৪

আপডেট: ২৬ সেপ্টেম্বর, ২০২৪ ১২:৪৭

শেয়ার

হঠাৎ পদ্মার পানি বৃদ্ধি, তলিয়ে গেছে ৪৭৫ হেক্টর ফসলি জমি
লালপুরে পদ্মায় আকস্মিকভাবে পানি বৃদ্ধি। ছবি: সংগৃহীত

নাটোরের লালপুরে পদ্মায় আকস্মিকভাবে পানি বৃদ্ধি পাওয়ায় নদী চরাঞ্চলের প্রায় আটশ একর জমির আখ, মুলা, গাজর, বেগুন, কালাইসহ ৪৭৫ হেক্টর ফসল পানিতে তলিয়ে গেছে।

নাটোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রফিকুল আলম চৌধুরী বলেন, ‘আগামী পাঁচ থেকে সাতদিন পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে।‘ তিনি আরও জানান ‘বুধবার ঈশ্বরদী হার্ডিং ব্রিজ পয়েন্টে পানির লেভেল ১২ দশমিক ৩২ মিটার সে অনুযায়ী বর্তমানে লালপুরে পদ্মার পানি বিপদ সীমার দেড়-মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।’

বুধবার সরেজমিনে পদ্মার চর এলাকায় গিয়ে দেখা যায়, গত দুইদিন পদ্মার পানি বৃদ্ধি পাওয়ায় বিলমাড়ীয়া ইউনিয়নের নওশারা সুলতানপুর, চাকলা বিনোদপুর, দিয়াড়শংকরপুর, আরাজি বাকনাই, রসুলপুর ও মোহরকয়া আংশিকসহ প্রায় ১৮ টি চর এলাকা প্লাবিত হয়েছে।

উপজেলা কৃষি অফিসের তথ্য মতে লালপুরে এবার ৪১০ হেক্টর আখ, ৪৫ হেক্টর শাকসবজি, ১০ হেক্টর কলা ও ১০ হেক্টর মাসকালাই বন্যায় ক্ষতিগ্রস্থ হয়েছে।

লালপুর উপজেলা কৃষি অফিসার প্রীতম কুমার হোড় জানান, ’নদীর পানি কমে যাওয়ায় কৃষকরা নতুন করে ফসল আবাদ করেছে। হঠাত পানি বৃদ্ধি হওয়ায় এগুলো ডুবে গেছে। পানি কমে গেলে ক্ষয় ক্ষতির পরিমাণ নির্ধারণ করে উর্ধতন কর্মকর্তাকে রিপোর্ট প্রদান করা হবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান জানান, ‘আমদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নির্দেশনা দিয়েছি সার্বিক খোঁজখবর রাখার জন্য এবং কৃষি বিভাগ চর এলাকায় গেছে ফসলের ক্ষতির তালিকা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’