শুক্রবার

১১ এপ্রিল, ২০২৫
২৭ চৈত্র, ১৪৩১
১৩ শাওয়াল, ১৪৪৬

মানিকগঞ্জে নিখোঁজ বাবা-মেয়ের ভাসমান লাশ উদ্ধার

প্রতিনিধি,মানিকগঞ্জ

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর, ২০২৪ ১৬:১৮

আপডেট: ২৬ সেপ্টেম্বর, ২০২৪ ১৬:৪১

শেয়ার

মানিকগঞ্জে নিখোঁজ বাবা-মেয়ের ভাসমান লাশ উদ্ধার
নিখোঁজ বাবা-মেয়ের লাশ ২৪ ঘণ্টা পর উদ্ধার। ছবি: বাংলা এডিশন

মানিকগঞ্জের সিঙ্গাইরে ধলেশ্বরী নদীতে গোসল করতে গিয়ে পানিতে তলিয়ে নিখোঁজ হওয়া বাবা-মেয়ের লাশ ২৪ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। নিহতরা হলেন ব্যবসায়ী মো. মহিদুর রহমান এবং তার মেয়ে রাফা আক্তার।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার বায়রা ইউনিয়নের খেয়াঘাট এলাকায় ধলেশ্বরী নদী থেকে ভাসমান লাশ দুটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন সিঙ্গাইর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ইস্তিয়াক আহমেদ।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানাগেছে, বুধবার সকাল সাড়ে ৭ টার দিকে বায়রা ইউনিয়নের চর নয়াবাড়ী গ্রামের মৃত আবেদ খানের ছেলে মহিদুর রহমান তার মেয়ে রাফা আক্তারকে নিয়ে ধলেশ্বরী নদীতে গোসল করতে যান। এদিন মহিদুর রহমান মেয়েকে সাঁতার শেখানোর সময় হঠাৎ দুজনেই স্রোতে ভেসে নিখোঁজ হয়।

সিঙ্গাইর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইস্তিয়াক আহম্মেদ বলেন, বুধবার সারাদিন খোজাখুজি করেও বাবা-মেয়েকে উদ্ধার করা সম্ভব হয়নি।  সকালে স্থানীয়রা ভাসমান অবস্থায় তাদের লাশ দেখে উদ্ধার করেন।’

banner close
banner close