শুক্রবার

১১ এপ্রিল, ২০২৫
২৭ চৈত্র, ১৪৩১
১৩ শাওয়াল, ১৪৪৬

কুষ্টিয়ায় ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ

প্রতিনিধি,কুষ্টিয়া

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর, ২০২৪ ১১:৪০

আপডেট: ২৭ সেপ্টেম্বর, ২০২৪ ১১:৪৮

শেয়ার

কুষ্টিয়ায় ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ
ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু। ছবি: বাংলা এডিশন

কুষ্টিয়ার দৌলতপুরে আনোয়ারা বিশ্বাস মা ও শিশু হাসপাতালে ভুল চিকিৎসায় ২৩ বছর বয়সী কুলসুম খাতুন নামে এক প্রসূতির মৃত্যুর ঘটনা ঘটে। বুধবার রাতে ভুল অস্ত্রোপচারের কারণে ওই প্রসূতির মৃত্যু হয়েছে। এ ঘটনার প্রায় এক মাস আগে এই হাসপাতালে ভুল চিকিৎসায় আরও এক রোগীর মৃত্যুর ঘটনা ঘটে।

এক মাসের ব্যবধানে দুই রোগীর মৃত্যুর ঘটনা ও সেবার মান সন্তোষজনক না হওয়ায় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ হাসপাতালের সব ধরনের অপারেশন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য বিভাগ।

একই সঙ্গে ভুল অপারেশনে রোগীর মৃত্যুর ঘটনা তদন্তে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মিরপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. পিযূষ কুমার সাহাকে প্রধান করে সাত কার্য দিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

 

বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার স্বাস্থ্য বিভাগের পরিদর্শন টিম হাসপাতালে অভিযান চালিয়ে এ নির্দেশনা জারি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়ার সিভিল সার্জন আকুল উদ্দিন।

 

banner close
banner close