শনিবার

২৮ সেপ্টেম্বর, ২০২৪
১৩ আশ্বিন, ১৪৩১
২৫ রবিউল আউয়াল, ১৪৪৬

রামেকে চিকিৎসাধীন আন্দোলনকারীরা সহায়তা পেয়েছেন নানা উৎস থেকে

প্রতিনিধি,রাজশাহী

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর, ২০২৪ ১৬:২৭

আপডেট: ২৮ সেপ্টেম্বর, ২০২৪ ১৬:২৮

শেয়ার

রামেকে চিকিৎসাধীন আন্দোলনকারীরা সহায়তা পেয়েছেন নানা উৎস থেকে
ছবি: সংগৃহীত

রামেকে চিকিৎসাধীন আন্দোলনকারীরা সহায়তা পেয়েছেন নানা উৎস থেকে

সম্প্রতি রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন কয়েকজন আহতদের চিকিৎসায় সহায়তা ও দায়ীত্বশীল সমন্বয়কদের খোঁজ-খবর নেয়া নিয়ে লক্ষ্য করা গিয়েছে নাটকীয় এক অবস্থা।

চিকিৎসাধীন আহতরা কখনো দাবি করছেন তারা অসহায় কখনো বা অভিযোগ করছেন দায়িত্বশীলদের খোঁজ-খবর না নেয়ার ব্যাপারে। সেক্ষেত্রে বিভ্রান্তের রেষ থেকে রেহাই পায়নি বাংলা এডিশনও। অস্পষ্ট এই ব্যাপারটি সুস্পষ্টভাবে জানতে বাংলা এডিশন পুনরায় গিয়েছিলো তাদের দ্বারে। এবার খোলাখুলি কথা বলেছে সেই ইসমাইল হোসেন সোহেল। তিনি বলেন, ‘বাংলা এডিশনে মাল্টিমিডিয়ায় দেয়া আমার বক্তব্য ছিলো উদ্দেশ্য প্রনীত। বিভিন্ন উৎস থেকে আমি পেয়েছি আর্থিক সহায়তা ও বর্তমানে সরকারি ভাবে পাচ্ছি চিকিৎসা। বিগত সময়ে  চিকিৎস্যা নিতে খরচ হয়েছে আমার প্রায় ৫০ হাজার টাকা।’

একই ওয়ার্ডে চিকিৎস্যা নিচ্ছেন কুষ্টিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত আরেক ভুক্তভোগী ওয়াসিম। বাংলা এডিশন ওয়াসিমের দেয়া বক্তব্যে খুজে পেয়েছে তার চিকিৎসার জন্য প্রাপ্ত আর্থিক সহায়তার  আধিক্যতার ব্যাপারটি।

ওয়াসিম রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়ার দিনটি থেকেই তার সাথে দেখভালের জন্য  অবস্থান করছে তার ভাতিজা লিখন। একজন সার্বক্ষণিক প্রতক্ষদর্শী হিসেবে আর্থিক সহায়তার ব্যাপারে লিখন বলেন ‘একাধিক উৎস থেকে আমার কাকা পয়েছেন আর্থিক সহায়তা এবং বর্তমানে ফ্রি চিকিৎসা নিচ্ছেন।’

আহতদের চিকিৎসায় দায়িত্বশীল এক সমন্বয়ক আব্দুর রহিম বাংলা এডিশনকে বলেন, ‘আহত ব্যাক্তিরা মিডিয়ায় বিভিন্ন সময়ে মিথ্যা বক্তব্য দিচ্ছেন। আহতদের চিকিৎস্যার বিষয়ে আমরা খোজ খবর নিচ্ছি। বিভিন্ন সময়ে তারা আর্থিক সহযোগিতা পেয়েছেন।’