রবিবার

২৪ নভেম্বর, ২০২৪
১০ অগ্রহায়ণ, ১৪৩১
২২ জামাদিউল আউয়াল, ১৪৪৬

বেপরোয়া বাস কেড়ে নিলো একজনের প্রাণ

প্রতিনিধি,নাটোর,

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২৪ ১০:০০

আপডেট: ২৯ সেপ্টেম্বর, ২০২৪ ১৫:২৭

শেয়ার

বেপরোয়া বাস কেড়ে নিলো একজনের প্রাণ
নাটোরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত। ছবি: বাংলা এডিশন

নাটোরে যাত্রিবাহী বাসের ধাক্কায় ৪০ বছর বয়সী শরিফুল ইসলাম নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন।

এ সময় ৩৮ বছর বয়সী বাচ্চু নামে একজন আহত হন। শনিবার দুপুর আড়াইটার দিকে নাটোরের ঢাকা-পাবনা মহাসড়কের গাজির বিল এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত শরিফুল ইসলাম লালপুর উপজেলার নান্দরায়পুর গ্রামের নজরুল ইসলামের ছেলে। আহত বাচ্চুকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম জামিল হোসেন জানান, ‘শনিবার দুপুর আড়াইটার দিকে একটি যাত্রিবাহিী বাস বনপাড়া থেকে নাটোরের দিকে যাচ্ছিলো। বাসটি নাটোরের ঢাকা-পাবনা মহাসড়কের গাজিরবিল এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয় যাত্রিবাহি বাসটি, এতে মোটরসাইকেল আরোহী শরিফুল ইসলাম মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে ঘটনা স্থলেই নিহত এবং বাচ্চু আহত হন।’

খবর পেয়ে নাটোর ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আহত বাচ্চুকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। হাইওয়ে পুলিশ শরিফুলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। ঘাতক বাস ও এর চালককে আটক করা সম্ভব হয়নি বলে জানান জামিল হোসেন।