দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ও মজলুম সাংবাদিক মাহমুদুর রহমানের জামিন নামঞ্জর করে কারাগারে পাঠানোর প্রতিবাদ এবং নিঃশর্ত মুক্তির দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন কর্মসুচী পালিত হয়েছে। সোমবার দুপরে শহীদ রফিক সড়কের মানিকগঞ্জ প্রেসক্লাব চত্বর মানববন্ধনের আয়োজন করে “বিপ্লবী মঞ্চ” নামের সংগঠন।
“বিপ্লবী মঞ্চের আহবায়ক আশিকুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, অ্যাডভোকেট শফিকুল ইসলাম জসিম, আমার দেশ পত্রিকার হরিরামপুর উপজেলা প্রতিনিধি অ্যাডভোকেট জামাল উদ্দিন, সুমন মোল্লা, আসাদুল্লাহ,আমিমুল এহসান, রাইয়ান বিন আলম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, যে মামলায় মজলুম সাংবাদিক এবং আমারদেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের জামিন নামঞ্জর করে আদালতে প্রেরন করা হয়েছে তা মিথ্যা ও বানোয়াট। এই মামলায় যে বিচারক মাহমুদুর রহমানকে সাত বছরের সাঁজা দিয়েছেন তিনি আবার এজলাস ছেড়ে সাবেক প্রধানমন্ত্রীর ছেলে সজিব ওয়াজেদ জয়কে আদালতের ভেতর প্রটোকল দিয়ে এগিয়ে নিয়ে গেছেন। একজন দলীয় বিচারকের কাছে ন্যায় বিচার পাননি আইনের প্রতি শ্রদ্ধাশীল মাহমুদুর রহমান। এ কারনে অতিদ্রুত মাহমুদুর রহমানকে মুক্তি দেওয়া সহ আমারদেশ পত্রিকার উপর যে নিষেধাজ্ঞা দেওয়া আছে তা তুলে নেয়ার দাবি জানানো হয়।
আরও পড়ুন: