রবিবার

২৪ নভেম্বর, ২০২৪
১০ অগ্রহায়ণ, ১৪৩১
২২ জামাদিউল আউয়াল, ১৪৪৬

সৈকতে ভেসে এলো ৪ ফুট দৈর্ঘের মৃত ডলফি

পটুয়াখালী প্রতিনিধি:

প্রকাশিত: ২ অক্টোবর, ২০২৪ ১১:১৭

শেয়ার

সৈকতে ভেসে এলো ৪ ফুট দৈর্ঘের মৃত ডলফি
কুয়াকাটা সমুদ্র সৈকতে মৃত ডলফিন। ছবি: বাংলা এডিশন

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে প্রায় ৪ ফুট দৈর্ঘ্যের একটি বোটলনোজ প্রজাতির মৃত ডলফিন ভেসে এসেছে। মঙ্গলবার  দুপুরে কুয়াকাটার সৈকতের ৩৩ কানি এলাকার সূর্যাস্ত পয়েন্টে ডলফিনটি দেখতে পান স্থানীয় লোকজন।

স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী বেলাল বিশ্বাস জানান, মঙ্গলবার দুপুরে জোয়ারের ঢেউয়ের সাথে তীরে ভেসে এসেছে মৃত ডলফিনটি। এর শরীরের কিছু চামড়া উঠে গেছে। দেখে মনে হয়, হয়তো তিন- চারদিন আগে ডলফিনটি মারা গেছে।

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্য কেএম বাচ্চু বলেন, মৃত ডলফিনটি বোটলনোজ প্রজাতির একটি পুরুষ ডলফিন। এটি লম্বায় ৪ থেকে সাড়ে ৪ ফুট হবে। এটির লেজ, এবং চোখে আঘাতের চিহ্ন রয়েছে। ইদানীং ডলফিন, তিমি ও কচ্ছপের মৃত্যুতে আমরা উদ্বিগ্ন। রিচার্স নিয়ে যারা কাজ করে এবং বিভিন্ন গবেষনামূলক প্রতিষ্ঠানের সাথে আলোচনা করে মৃত্যু কারণ উদঘাটনে গবেষণা চলমান।

বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, আপনাদের মাধ্যমে মৃত ডলফিন ভেসে আসার খবর শুনেছি। যাতে দুর্গন্ধ না ছড়ায়, সে জন্য দ্রুত ডলফিনটি মাটি চাপা দেওয়া ব্যবস্থা করা হচ্ছে।