শনিবার

১৯ এপ্রিল, ২০২৫
৬ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

সাংবাদিকের ভালবাসায় মুক্ত আকাশে ডানা মেললো ৪০টি বক

পাবনা প্রতিনিধি:

প্রকাশিত: ২ অক্টোবর, ২০২৪ ১১:৩২

শেয়ার

সাংবাদিকের ভালবাসায় মুক্ত আকাশে ডানা মেললো ৪০টি বক
শিকারীর ফাঁদে আটক হওয়া বকগুলো ডানা ঝাঁপটে উড়ে যায় মুক্ত আকাশে। ছবি: বাংলা এডিশন

ফাঁদ দিয়ে বক শিকার করে বস্তায় ভরে বিক্রির জন্য যাচ্ছিলেন দুই পাখি শিকারী। সেই পথ দিয়ে যাচ্ছিলেন একজন সাংবাদিক।  তাদের পথ আটকে পাখি শিকারের আইন সম্পর্কে শিকারীদের বোঝান ওই সাংবাদিক। নিজেদের ভুল বুঝতে পেরে তাদের শিকার করা ৪০টি বক মুক্ত করে দেন শিকারী।

শিকারীর ফাঁদে আটক হওয়া বকগুলো ডানা ঝাঁপটে উড়ে যায় মুক্ত আকাশে। মৃত্যুর হাত থেকে বেঁচে ফেরা বকগুলো ফিরে পায় নতুন জীবন।

মঙ্গলবার  সকাল নয়টার দিকে পাবনার চাটমোহর উপজেলার ধানকুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। 

পেশাদার দুই পাখি শিকারী হলেন, চাটমোহর উপজেলার ছাইকোলা পশ্চিমপাড়া গ্রামের ওয়াহেদ আলী (৩৮) এবং নাটোরের  গুরুদাসপুর উপজেলার কাছিকাটা গ্রামের অসিম প্রামানিক (৩৬)। 

পাখিপ্রেমি সাংবাদিক হলেন দৈনিক কালবেলা ও দ্যা বাংলাদেশ পোস্ট পত্রিকার চাটমোহর উপজেলা প্রতিনিধি ইকবাল কবির রঞ্জ। তিনি মির্জাপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক।

মঙ্গলবার সকাল নয়টা। কলেজে কর্মস্থলে যাচ্ছিলেন সাংবাদিক শিক্ষক ইকবাল কবির রঞ্জ। চাটমোহর-ছাইকোলা সড়কের ধানকুনিয়া এলাকায় পৌঁছালে দু’জন পাখি শিকারীকে দেখতে পান তিনি। রাস্তার পাশে দাঁড় করানো তাদের ভ্যানগাড়িতে বক ধরার সরঞ্জাম ও মুখ বাধা দু’টি পাটের বস্তার ভিতরে নড়াচড়া দেখেই সন্দেহ হয় সাংবাদিক রঞ্জ।

 

banner close
banner close