রবিবার

২৪ নভেম্বর, ২০২৪
১০ অগ্রহায়ণ, ১৪৩১
২২ জামাদিউল আউয়াল, ১৪৪৬

আপনার ব্যবহারে যেন মানুষ বিএনপিতে ভোট দেয়

মানিকগঞ্জ প্রতিনিধি:

প্রকাশিত: ২ অক্টোবর, ২০২৪ ১১:৫৭

আপডেট: ২ অক্টোবর, ২০২৪ ১২:১৪

শেয়ার

আপনার ব্যবহারে যেন মানুষ বিএনপিতে ভোট দেয়
বিএনপি'র চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সাংসদ ইঞ্জি.মঈনুল ইসলাম খান শান্তর। ছবি: বাংলা এডিশন

বিএনপি'র চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সাংসদ ইঞ্জি.মঈনুল ইসলাম খান শান্ত দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, জনসাধারণের সাথে মিশতে হবে। তাদের বুঝাতে হবে। আপনার ব্যবহারে যেন মানুষ বিএনপিকে ভোট দেয়। আপনারা যদি এখন বাজারে দোকান লুট করতে যান, জায়গা দখল করতে যান তবে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে পার্থক্য রইলো কোথায়? এবিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। 
মঙ্গলবার সন্ধ্যায় মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার চান্দহর ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের ঐক্য ও শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগ তো দেশ ছেড়ে পালিয়েছে। এখন আমাদের অদৃশ্য শক্তির সাথে লড়তে হবে। অদৃশ্য শক্তির সাথে লড়া আরোও কঠিন। তাই আমাদের সতর্ক থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা যেন আওয়ামী লীগের পাতানো কোন ফাঁদে যেন না পড়ে যাই।

উপজেলা বিএনপি'র সাবেক সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেনের সভাপতিত্বে ও চান্দহর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো.তারিকুর রহমান আলালের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক আহবায়ক অ্যাডভোকেট মো.জামিলুর রশিদ খান, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মো.মেজবাউল হক মেজবাহ, জেলা বিএনপি'র সহ-সভাপতি মো.মোতালেব হোসেন, হরিরামপুর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মো.শামীম আহমেদ,সিঙ্গাইর উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সফি উদ্দিন আহমেদ,সিঙ্গাইর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো.তোফাজ্জল হোসেন, সদর ইউপি চেয়ারম্যান মো.জাহিনুর রহমান সৌরভ, পুটাইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো.আব্দুস সোবহান ও জয়মন্টপ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইঞ্জি.মো.হাবিবুল আলম খান মোহাম্মদ আলী প্রমুখ।