শনিবার

১৯ এপ্রিল, ২০২৫
৬ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

রাজশাহীতে  কাশবন থেকে পুলিশের অস্ত্র উদ্ধার 

রাজশাহী প্রতিনিধি:

প্রকাশিত: ২ অক্টোবর, ২০২৪ ১৪:৪১

শেয়ার

রাজশাহীতে  কাশবন থেকে পুলিশের অস্ত্র উদ্ধার 
রাজশাহীর পদ্মা নদীর পাড় থেকে উদ্ধার করা হয়েছে পুলিশের লুট হয়ে যাওয়া দুটি শটগান ও রাবর বুলেট উদ্ধার। ছবি: বাংলা এডিশন

রাজশাহীর পদ্মা নদীর পাড় থেকে উদ্ধার করা হয়েছে পুলিশের লুট হয়ে যাওয়া দুটি শটগান ও রাবর বুলেট নগরীর পাঠানপাড়া এলাকায় পদ্মাঘেষা লালনশাহ মুক্তমঞ্চের নিকট একটি কাশবন থেকে বোয়ালিয়া থানা পুলিশ উদ্ধার করে এসব অস্ত্র।


গত ৫ আগস্ট বিকালে বোয়ালিয়া মডেল থানা, রাজপাড়া,মালোপাড়া এবং কাশিয়াডাঙ্গা থানায় অগ্নিসংযোগ করা হয়। এসময়ে ঐসব থানা থেকে অস্ত্র লুট হয়। 
মঙ্গলবার রাতে  গোপন সংবাদের ভিত্তিতে মুক্তমঞ্চ এলাকায় পদ্মার তীরে চালানো এক অভিযানে একটি  বস্তার ভেতরে দুটি শটগান ও একটি রাবার বুলেট উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।


রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বোয়ালিয়া মডেল থানার ওসি মেহেদি মাসুদ বলেন, উদ্ধারকৃত শটগান দুটির একটি বোয়ালিয়া থানার। বাকি শটগানটি অন্য কোনো থানার।এ বিষয়ে বোয়ালিয়া থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।



banner close
banner close