রবিবার

২৪ নভেম্বর, ২০২৪
৯ অগ্রহায়ণ, ১৪৩১
২২ জামাদিউল আউয়াল, ১৪৪৬

বসিক প্রশাসক, সচিবসহ দূর্নীতিবাজ কর্মকর্তাদের অপসারণের দাবীতে  বৈষম্য বিরোধী ছাত্র জনতার অবস্থান কর্মসূচি 

বরিশাল ফ্রতিনিধি:

প্রকাশিত: ৭ অক্টোবর, ২০২৪ ১৭:৩৩

আপডেট: ৭ অক্টোবর, ২০২৪ ১৭:৩৪

শেয়ার

বসিক প্রশাসক, সচিবসহ দূর্নীতিবাজ কর্মকর্তাদের অপসারণের দাবীতে  বৈষম্য বিরোধী ছাত্র জনতার অবস্থান কর্মসূচি 
দুর্নীতির ও অনিয়মের অভিযোগ এনে সচিবসহ একাধিক কর্মকর্তার অপসারনের দাবীতে বিক্ষোভ। ছবি: বাংলা এডিশন

দুর্নীতির ও অনিয়মের অভিযোগ এনে সচিবসহ একাধিক কর্মকর্তার অপসারনের দাবীতে  একসপ্তাহের আল্টিমেটাম দিয়েছিল বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থী ও জনতা। কোন ধরনের ব্যবস্থা গ্রহন না করায় লাগাতার আন্দোলনের ঘোষণা দিয়ে সিটি করপোরেশনের প্রবেশপথে অবস্থান নিয়েছে বরিশালের ছাত্র-জনতা।

সোমবার দুপুর ১২ টায় বরিশাল সিটি কর্পোরেশন কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ শেষে এই আন্দোলনের ডাক দেয়া হয়। ছাত্র-জনতার ব্যানারে অনুষ্ঠিত বিক্ষোভ চলাকালে বিক্ষুব্ধরা সিটি কর্পোরেশনের দুর্নীতিগ্রস্থ কর্মকর্তাদের বিরুদ্ধে শ্লোগান দেন। তারা দ্রুত তাদের অপসারনের দাবি জানান। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরনে ব্যর্থ হওয়ায় প্রশাসকেরও পদত্যাগ চান তারা। 

এ সময় শিক্ষার্থী ও জনতা ১৩ দফা দাবি উত্থাপন করে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে : কর্মরত দুইজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা, সাজাপ্রাপ্ত ও দুর্নীতির দায়ে চাকরিচ্যুত এবং সাবেক মেয়রের মৌখিক নির্দেশে স্থায়ী ভিত্তিতে চাকরিরতদের অপসারন, ঘুষসহ আটক স্বপন কুমারকে চাকরিচ্যুত, মহিলা কর্মকর্তা কর্মচারিদের যৌন হয়রানি থেকে মুক্ত এবং নড়বড়ে অবস্থায় থাকা রাজস্ব, মশক, পরিচ্ছন্নতা ও পানি বিভাগের কার্যক্রম বেগবান করা।