শনিবার

১৯ এপ্রিল, ২০২৫
৬ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

কেরু চিনিকলে টেন্ডার বাক্স ভাংচুরের ঘটনায় থানায় মামলা

প্রতিনিধি, চুয়াডাঙ্গা

প্রকাশিত: ৯ অক্টোবর, ২০২৪ ১১:০৬

আপডেট: ৯ অক্টোবর, ২০২৪ ১১:২১

শেয়ার

কেরু চিনিকলে টেন্ডার বাক্স ভাংচুরের ঘটনায় থানায় মামলা
কেরু চিনিকলে ভাংচুরের ঘটনায় থানায় মামলা। ছবি: বাংলা এডিশন

চুয়াডাঙ্গার দর্শনা কেরু এন্ড কোম্পানির টেন্ডার বাক্স ছিনতাই করে ভাংচুরের ঘটনায় থানায় অজ্ঞাত ২০ থেকে ২৫ জন উল্লেখ করে একটি মামলা হয়েছে।

মঙ্গলবার রাতে কেরু কর্তৃপক্ষ বাদী হয়ে দর্শনা থানায় এ মামলা করে।

এ বিষয়ে দর্শনা থানার ওসি শহীদ তিতুমীর জানান, ‘কেরু চিনিকলের টেন্ডার বাক্স ছিনতাই ও ভাংচুরের ঘটনায় কেরু ব্যবস্থাপনা কর্তৃপক্ষ থানায় মামলার জন্য একটি অভিযোগ দাখিল করেন। রাতে দর্শনা থানায়  অজ্ঞাতনামা ২০ থেকে ২৫ জনকে আসামি করে একটি মামলা হয়েছে।

এদিকে সোমবার কেরু এন্ড কোম্পানির ২০২৪- ২০২৫ মাড়াই মৌসুম চালুর লক্ষ্যে ৯ টি খামার ও  কেইন কেরিয়ার এর ঠিকাদারি টেন্ডার ড্রপের শেষ দিন ছিলো। সকাল থেকেই সকল প্রকার সহিংসতা এড়াতে কেরু কর্তৃপক্ষ দর্শনা থানা পুলিশের একটি দল কেরু জেনারেল অফিসের নিচে উপস্থিত রেখেছিল।

তারপরও টেন্ডার বাক্স খোলার পর বিএনপি ও যুবদলের নামধারী ২৫-৩০ জন দুর্বৃত্তরা মিলে কেরু জেনারেল অফিসের ৩য় তলায় উঠে টেন্ডার বাক্স নিচে নামিয়ে ভাংচুর করে।

 

banner close
banner close