চট্টগ্রামের মিরসরাইয়ের আওয়ামী লীগ নেতা সোনা মিয়ার দখলকৃত বনভূমি উদ্ধার করেছে বন বিভাগ। মঙ্গলবার চট্টগ্রাম উত্তর বন বিভাগের আওতাধীন মিরসরাই রেঞ্জের হিংগুলী বন বিটের সীতাকুণ্ড-রামগড় রিজার্ভ ফরেস্ট মৌজার হিঙ্গুলী গ্রাম এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
সোনা মিয়া উপজেলার ২নং হিংগুলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে ছিলেন।
মিরসরাই রেঞ্জ কর্মকর্তা শাহানশাহ নওশাদ জানান, ‘আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান সোনা মিয়া দীর্ঘদিন ধরে অবৈধভাবে রিজার্ভ ফরেস্টের ১.৫০ একর জায়গা দখল করে রেখেছিলেন। পাহাড়ের চারদিকে কাঁটাতার ও বাঁশের বেড়া দিয়ে ঘিরে রাখেন এবং খুঁটি ও টিনের ছাউনি দিয়ে পাহাড়ের ওপর লেবার শেড তৈরি করেন। মঙ্গলবার ওই জায়গার এসব স্থাপনা গুঁড়িয়ে দিয়ে দখলমুক্ত করা হয়।’
উচ্ছেদ অভিযানে মিরসরাই রেঞ্জে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারী এবং হিংগুলী বিটের অধীন এফসিভির সভাপতি ও সদস্যরা অংশগ্রহণ করেন।
আরও পড়ুন: