চট্টগ্রামের লোহাগাড়ায় সংরক্ষিত বনাঞ্চল থেকে প্রায় ২ শতাধিক সেগুন গাছ কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের পাশে চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকায় সাতগড় বনবিট কার্যালয়ের প্রায় শতাধিক গজ দূরত্ব থেকে এই গাছগুলো কাটা হয়েছে।
মহাসড়ক থেকে সংরক্ষিত বনের ভেতর আনুমানিক ২০ গজ ভেতরে ঢুকতেই দেখা গেছে নির্বিচারে কাটা অসংখ্য সেগুন গাছের মোথা। মহাসড়ক সন্নিহিত হওয়ায় গাছ কেটে নির্বিঘ্নে নিয়ে যেতে পেরেছে চোরের দল। মোথা দেখে মনে হয়েছে কয়েকদিন আগে গাছগুলো কাটা হয়েছে।
কর্তনকৃত গাছের ডালপালার পাতাও শুকিয়ে গেছে। অনেক মোথা ডালপালা দিয়ে ঢেকে রাখা হয়েছে। এছাড়া সংরক্ষিত বনাঞ্চলের ভেতরে দেখা গেছে অনেক আগে কাটা একাধিক ছোট–বড় গাছের মোথা।
মহাসড়ক থেকে পায়ে হেঁটে সংরক্ষিত বনাঞ্চলে প্রবেশের কয়েকটি রাস্তা রয়েছে। মহাসড়কের পাশে ঘন গাছপালা থাকায় রাতের আঁধারে এই গাছগুলো কাটায় সময় কেউ দেখতে পাননি। গাছের মোথা ও ডালপালা দেখে গাছ কেটে নেয়ার বিষয়টি জানতে পেরেছেন স্হানীয়রা।
আরও পড়ুন: