রবিবার

২৪ নভেম্বর, ২০২৪
৯ অগ্রহায়ণ, ১৪৩১
২২ জামাদিউল আউয়াল, ১৪৪৬

ফ্যাসিবাদ বিরোধী কলম সৈনিক মিনার রশিদকে ময়মনসিংহ প্রেস ক্লাবে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ অক্টোবর, ২০২৪ ০১:০৪

আপডেট: ১১ অক্টোবর, ২০২৪ ০১:১৭

শেয়ার

ফ্যাসিবাদ বিরোধী কলম সৈনিক মিনার রশিদকে ময়মনসিংহ প্রেস ক্লাবে সংবর্ধনা
ছবিঃবাংলা এডিশন

১৩ বছর পর সিঙ্গাপুর দেশে ফেরা সাংবাদিক-কলামিস্ট  মিনার রশিদকে ময়মনসিংহ প্রেস ক্লাবে সংবর্ধনা দেয়া হয়েছে।  বৃহস্পতিবার (১০ অক্টোবর) সন্ধ্যা ৭ টায় ময়মনসিংহ প্রেস ক্লাব মিলনায়তনে তার আগমন উপলক্ষে সাংবাদিক, পেশাজীবি, কবি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় বৃহত্তর  ময়মনসিংহে ছাত্র-জনতার পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচছা জানানো হয়।

শেখ হাসিনা সরকারের রোষানলে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন সাংবাদিক মিনার রশীদ। বিগত সরকারের মানবাধিকার লঙ্ঘন, নির্বাচনে জালিয়াতি ও কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থার বিরুদ্ধে বিদেশে যারা সোচ্চার ছিলেন, মিনার রশীদ তাদের অন্যতম।

মিনার রশীদ বলেন, হাসিনা সরকারকে বারবার সতর্ক করা সত্তেও, জুলুম,নির্যাতন,গুম,খুন বন্ধ করেনি। তার পরিণতি এখন ভোগ করছে আওয়ামীলীগ।

শেখ হাসিনা সরকারের নিষ্ঠুরতার কারণে মিনার রশীদ তার বাবার জানাযায় উপস্থিত হতে পারেননি। মিনার রশীদ বলেন, এমন জুলুম সরকার যেনো বাংলার মাটিতে আর কখনো প্রতিষ্ঠিত না হয়। সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে। 

অনুষ্ঠানে বক্তরা মিনার রশীদের অবদান তুলে ধরেন। বিশেষ অতিথির বক্তব্যে অ্যাডভান্স রেসিডেন্সিয়াল মডেল কলেজের অধ্যক্ষ জনাব কামরুল হাসান মিলন বলেন, মিনার রশীদের আরেকটি পরিচয় অনেকেই জানেন না।  ময়মনসিংহের অ্যাডভান্স রেসিডেন্সিয়াল মডেল কলেজেসহ বেশ কয়েকটি স্বনামধন্য প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসাবে ভূমিকা রেখেছেন মিনার রশীদ। কলেজগুলোতে হামলা হতে পারে এই ভয়ে  মিনার রশীদের সম্পৃক্ততা গোপন রাখা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও লেখক সমিতি এবং ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের ময়মনসিংহ জেলার সমন্বয়ক আনোয়ার হোসেন মঞ্জু,নাজমুস সাকিব,মাহদী হাসান তারেক, মাঈদুল ইসলাম দীপুসহ অনেকেই।