রবিবার

২৪ নভেম্বর, ২০২৪
৯ অগ্রহায়ণ, ১৪৩১
২২ জামাদিউল আউয়াল, ১৪৪৬

জাতীয় অবদানের ভিত্তিতে জামায়াতে ইসলামী এক নাম্বার দল:  মতিউর রহমান আকন্দ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ অক্টোবর, ২০২৪ ১৬:৫১

আপডেট: ১১ অক্টোবর, ২০২৪ ১৬:৫১

শেয়ার

জাতীয় অবদানের ভিত্তিতে জামায়াতে ইসলামী এক নাম্বার দল:  মতিউর রহমান আকন্দ
মতিউর রহমান আকন্দ। ছবি: বাংলা এডিশন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেন, ‘বাংলাদেশের জামায়াতে ইসলাম একটি প্রস্তাব উপস্থাপন করেছে, আনুপাতিক পদ্ধতির নির্বাচন এখানে চালু করতে হবে। ইতোমধ্যে সাংবাদিক, বুদ্ধিজীবী, সামরিক, বেসামরিক, আমলা, সচিব সবাই জামায়াতকে স্বাগত জানাচ্ছে।’

এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী এখন সকল দলের চেয়ে জনিপ্রিয় বলেও মন্তব্য করেন তিনি।

শুক্রবার সকালে ময়মনসিংহ নগরীর টাউন হলে তারেক স্মৃতি অডিটোরিয়ামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ময়মনসিংহ মহানগরীর রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মহানগর জামায়াতের আমীর মাওলানা কামরুল আহসান এমরুলের সভাপতিত্বে মহানগর সেক্রেটারী অধ্যাপক শহীদুল্লাহ কায়সারের সঞ্চালনায় উক্ত রুকন সম্মেলনে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট মতিউর রহমান আকন্দ বলেন, ‘দল হিসেবে তিনটি ক্ষেত্রে জামায়াতে ইসলামীর অবদান অনেক বেশি। আজ পর্যন্ত কোন রাজনৈতিক দল কোনো থিওরি দিতে পারে নাই রাজনৈতিকভাবে। নির্বাচন পদ্ধতিটা কি হবে কোনো রাজনৈতিক দল এটা দিতে পারে নাই। দিয়েছিলো একমাত্র জামায়াতে ইসলামী।

উক্ত সম্মেলনে মহানগর নায়েবে আমীর আসাদুজ্জামান সোহেল বলেন, ‘সর্বদা সাংগঠনিক শৃংখলা মেনে চলতে হবে। কোনো রুকন সাংগঠনিক এরিয়ার বাহিরে যাওয়ার প্রয়োজন হলে আমীর,  সেক্রেটারি বা দায়িত্বশীলকে অবগত করে যেতে হবে। সংগঠনের নিয়ম পরিপন্থী কোনো কাজ করা যাবে না। সবাইকে রিপোর্ট মান ঠিক রেখে সাংগঠনিক কাজ চালিয়ে যেতে হবে।’

রুকন সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সহ-সেক্রেটারি মাহবুবুল হাসান শামীম, আনোয়ার হাসান সুজন, সাংগঠনিক সম্পাদক আল হেলাল তালুকদার, বায়তুলমাল সম্পাদক গোলাম মহসীন খান, কর্মপরিষদ সদস্য, সাংগঠনিক থানা শাখার আমীর ও সভাপতিসহ অন্যান্য নেতৃবৃন্দ।