রবিবার

২৪ নভেম্বর, ২০২৪
৯ অগ্রহায়ণ, ১৪৩১
২২ জামাদিউল আউয়াল, ১৪৪৬

সীমান্তে ৫,৭০০ কেজি ভারতীয় আপেল জব্দ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ অক্টোবর, ২০২৪ ১৯:০০

আপডেট: ১১ অক্টোবর, ২০২৪ ১৯:১০

শেয়ার

সীমান্তে ৫,৭০০ কেজি ভারতীয় আপেল জব্দ
আটককৃত ভারতীয় আপেল। ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্ত থেকে ৫ হাজার ৭০০ কেজি ভারতীয় আপেলসহ একটি ট্রাক আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। আপেলগুলোর আনুমানিক বাজারমূল্য ৬৩ লাখ ৫০ হাজার টাকা বলে জানা যায়।

বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিবির সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধীনস্থ বাংলাবাজার বিওপির টহলদল সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সীমান্তবর্তী কিরনপাড়া নামক স্থানে অভিযান চালিয়ে ৫ হাজার ৭০০ কেজি ভারতীয় আপেল এবং ১টি ট্রাক আটক করে।

সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে আপেলের এই বড় চালানটি আটক করা হয়।

আটককৃত মালামাল স্থানীয় কাস্টমসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।