রবিবার

২০ এপ্রিল, ২০২৫
৬ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

টাংগাইলে লেক থেকে যুবকের লাশ উদ্ধার

প্রতিনিধি,টাংগাইল

প্রকাশিত: ১৩ অক্টোবর, ২০২৪ ১০:০৪

শেয়ার

টাংগাইলে লেক থেকে যুবকের লাশ উদ্ধার
লেক থেকে যুবকের ভাসমান মৃতদেহ উদ্ধার। ছবি: বাংলা এডিশন

টাংগাইলের সদর লেক থেকে ভাসমান অবস্থায়  মিজানুর রহমান  নামের  এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।নিহত মিজানুর পৌরসভার ৩ নং ওয়ার্ডের কাগমারার বাহেজ উদ্দিনের ছেলে।

সদর থানার ওসি মোঃ তানভীর আহমেদ জানান,এলাকাবাসীর দেয়া তথ্য পেয়ে পুলিশ ঘটনা স্থল থেকে গামছা দিয়ে বাঁধা অবস্থায় লাশটি ভাসতে দেখে।মরদেহের সাথে একটি ব্যাগে আনুষাঙ্গিক জিনিস পএের সাথে আইডিকার্ড দেখেই পুলিশ মরদেহের পরিচয় সনাক্ত করে।মরদেহটি ময়নাতদন্তের জন্য টাংগাইলে মেডিকেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

টাংগাইলের পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু সহ জেলা পুলিশের  উর্ধতন কর্মকর্তারা ঘটনা স্থল পরিদর্শন করে দ্রুত হত্যার রহস্য উদঘাটনে আশ্বাস দেন।

 

 

 

 

banner close
banner close