রবিবার

২০ এপ্রিল, ২০২৫
৬ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

ভীমরুলের কামড়ে মসজিদের ইমামসহ ২ সন্তানের মৃত্যু

প্রতিনিধি,ময়মনসিংহ

প্রকাশিত: ১৩ অক্টোবর, ২০২৪ ১৩:০২

আপডেট: ১৩ অক্টোবর, ২০২৪ ১৩:০৩

শেয়ার

ভীমরুলের কামড়ে মসজিদের ইমামসহ ২ সন্তানের মৃত্যু
ভীমরুলের কামড়ে মসজিদের ইমামসহ ২ সন্তানের মৃত্যু। ছবি: বাংলা এডিশন

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার দুধনই বাজার মসজিদের ইমাম মাঅলানা আবুল কাশেম ও তার  ছেলে ও মেয়ের ভীমরুলের কামড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বাড়িতে বন্যার পানি ওঠায় নিরাপদ আশ্রয়ের জন্য তিনি গতকাল তার ২ সন্তান নিয়ে নৌকা দিয়ে যাচ্ছিলেন। এ সময় ভীমরুল তাদের তিন জনকে পা থেকে মাথা পর্যন্ত উপর্যুপরি কামড় দেয়।

পরে তাদেরকে উদ্ধার করে ধোবাউড়া হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক অবস্থা গুরুতর দেখে তাদেরকে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন।পরবর্তীতে একে একে ৩ জনেরই মৃত্যু হয়।

তাদের ৩ জনের জানাযা আজ সকাল ৯ টায় দুধনই ইদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। এই মর্মান্তিক মৃত্যুতে ধোবাউড়া উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে।

banner close
banner close