
আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। ছবি: সংগৃহীত
বরিশাল শের-ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রোববার হাসপাতালের পূর্ব পাশের মেডিসিন ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
সর্বশেষ খবর অনুযায়ী, আগুন নিয়ন্ত্রণে এলেও ভবনটির ভেতরের অংশ থেকে ধোঁয়া বের হতে দেখা গেছে।
এ ঘটনায় প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, ভবনের গুদামঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন: