রবিবার

২৪ নভেম্বর, ২০২৪
৯ অগ্রহায়ণ, ১৪৩১
২২ জামাদিউল আউয়াল, ১৪৪৬

বিয়েবাড়িতে ফিতা কাটা নিয়ে দুপক্ষের সংঘর্ষ: বরসহ আহত ২৫

প্রতিনিধি, ভোলা

প্রকাশিত: ১৪ অক্টোবর, ২০২৪ ০৮:৪০

আপডেট: ১৪ অক্টোবর, ২০২৪ ০৮:৪২

শেয়ার

বিয়েবাড়িতে ফিতা কাটা নিয়ে দুপক্ষের সংঘর্ষ: বরসহ আহত ২৫
আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়। ছবি: সংগৃহীত

ভোলার চরফ্যাশনে বিয়ের গেটে ফিতা কাটাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে বরসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন।

রোববার দুপুরে উপজেলার দক্ষিণ আইচা ইউনিয়নের ভূঁইয়ার হাট গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, দুপরে ৪০ বরযাত্রী নিয়ে বউ আনতে ওই গ্রামে যান মো. মনির হোসেন। গেটে ফিতা কাটার সময় কনেপক্ষের লোকজন পাঁচ হাজার টাকা দাবি করে।

বরপক্ষ তিন হাজার টাকা দিলে উভয়পক্ষের মধ্যে বিতণ্ডা হয়। এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয়পক্ষ। এতে মনির হোসেনসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। গুরুতর ১৪ জন চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

আহত মনির হোসেন জানান, ১৫ দিন আগে আমাদের বিয়ে হয়। আজ নতুন বউকে নিয়ে আসার জন্য তাদের বাড়িতে এ অনাকাঙ্ক্ষিত এ ঘটনা ঘটে। আমাদের ১৫ জন আহত হয়েছেন।

কনের বাবা মো. নুরে আলম জানান, বরপক্ষের কিছু উশৃঙ্খল লোকজন গেটে আমাদের ওপর হামলা চালায়। এতে বেশ কয়েকজন আহত হয়েছে।