রবিবার

২৪ নভেম্বর, ২০২৪
৯ অগ্রহায়ণ, ১৪৩১
২২ জামাদিউল আউয়াল, ১৪৪৬

রাজশাহীতে পুলিশ ছদ্মবেশে ডাকাতি

রাজশাহী, প্রতিনিধি

প্রকাশিত: ১৫ অক্টোবর, ২০২৪ ১৫:৩৭

আপডেট: ১৫ অক্টোবর, ২০২৪ ১৫:৩৮

শেয়ার

রাজশাহীতে পুলিশ ছদ্মবেশে ডাকাতি
পুলিশের ছদ্মবেশে ডাকাতি। ছবি: বাংলা এডিশন

রাজশাহীর পুঠিয়া উপজেলায় প্রকাশ্য দিবালোকে  পুলিশের ছদ্মবেশে ডাকাতির ঘটনা ঘটেছে।

গত ১৩ অক্টোবর বিকেলে উপজেলার ভালুকাগাছি গ্রামের মেহেদি হাসান সুলতানের বাড়িতে  ডাকাতির এই  ঘটনাটি ঘটলে ১৪ অক্টোবর বিষয়টি সামনে আসে।

ভুক্তভোগী মেহেদি ঐ গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।

ডাকাত দলটি মেহেদির একটি মোটরবাইক নিয়ে যায় এবং হুমকি প্রদর্শন করে। এমনকি  বাঁধা প্রদানকারীদের দিকে অস্ত্র তাক করে ঐ ডাকাত দল। 

মেহেদি জানান, রবিবার বিকেলে ঘুমন্ত অবস্থায় স্ত্রীর ডাক শুনে ঘুম ভেঙে শোনেন ৫ জন পুলিশ এসেছে বাড়িতে।

তখন তিনি জানালা দিয়ে পুলিশের জ্যাকেট পরিহিত ঐ লোকদের দেখে ভিন্ন একটি দড়জা দিয়ে পালিয়ে যান। কেননা, তার ভয় ছিলো আওয়ামীলীগের রাজনীতিতে সম্পৃক্ত থাকার কারনে কোনো অভিযোগে হয়ত পুলিশ তাকে ধরতে এসেছে।

পরে বাড়িতে ফিরে তিনি জানতে পারেন ঐ লোকজন তার মোটরসাইকেলটি নিয়ে গেছে। যাওয়ার সময় তার স্ত্রীকে বলে আমি নাটোরের রাজা, মোটরসাইকেল নিয়ে গেলাম। আপনার স্বামী আসলে বইলেন।

মেহেদি বলেন, বিষয়টা আঁচ করতে পেরে আমি পুঠিয়া থানায় ফোন করলে থানা থেকে জানান আমাকে ধরার জন্য কাউকেই পাঠাননি তারা। পুলিশ মেহেদির বাড়িতে পৌছালে মেহেদির নিকট থেকে একটি মৌখিক অভিযোগ  শোনেন পুলিশ।

প্রত্যক্ষদর্শী জানান, তারা বাঁধাপ্রদান করতে গেলে অস্ত্র উচু করে তাদেরকে ভীতি প্রদর্শনও করা হয় ঐ ডাকাত দল থেকে। এবং তাদের নিয়ে আসা দুটি বাইকেই পুলিশের স্টিকার লাগানো ছিলো বলে দাবী করেন স্থানীয়রা।

 

পুঠিয়া থানার অফিসার ইনচার্জ কবীর হোসেন জানান, ঘটনাটি সম্পর্কে আমি অবগত এবং পুরোটিই শুনেছি। এ বিষয়ে পুলিশ অবশ্যই যথাযথ তদন্তের ভিত্তিতে  আইনানুগ ব্যবস্থা নেবে।