রবিবার

২০ এপ্রিল, ২০২৫
৬ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

খাগড়াছড়িতে দুর্বৃত্তের গুলিতে নিহত ১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ অক্টোবর, ২০২৪ ১২:০৯

শেয়ার

খাগড়াছড়িতে দুর্বৃত্তের গুলিতে নিহত ১
প্রতীকী ছবি

খাগড়াছড়ির দীঘিনালায় দুর্বৃত্তের গুলিতে একজন নিহত হয়েছে। মঙ্গলবার সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ দীঘিনালার পোমাং পাড়া থেকে নিহত স্বর্ণ কুমার ত্রিপুরার মরদেহ উদ্ধার করে। নিহত স্বর্ণ কুমার ত্রিপুরা পাচকের কাজ করতেন। 

পরিবারের সদস্যরা জানান, গতরাতে পোমাং পাড়া এলাকায় সম্মিলিত পাহারা দেয়ার কথা বলে ঘর থেকে বের হয় স্বর্ণ। রাত ২ টার দিকে গুলির শব্দ শোনা যায়। সকালে স্থানীয়রা বাড়ির অদূরে রাস্তার উপর মরদেহ পড়ে থাকতে দেখে। 

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত (ওসি) মুহাম্মদ জাকারিয়া জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আঞ্চলিক সংগঠনগুলো আধিপত্য বিস্তারের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। এ ঘটনায় মামলা হচ্ছে। ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

banner close
banner close