শুক্রবার

১৮ এপ্রিল, ২০২৫
৫ বৈশাখ, ১৪৩২
২০ শাওয়াল, ১৪৪৬

আহত সেই হাতিকে উন্নত চিকিৎসা দিতে নেয়া হয়েছে কক্সবাজারে

প্রকাশিত: ১৫ অক্টোবর, ২০২৪ ১৫:৩৭

আপডেট: ১৫ অক্টোবর, ২০২৪ ২২:০৮

শেয়ার

আহত সেই হাতিকে উন্নত চিকিৎসা দিতে নেয়া হয়েছে কক্সবাজারে
হাতিটিকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজারের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে নেওয়া হয়েছে। ছাব: বাংলা এডিশন

চট্টগ্রামের লোহাগাড়ায় চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য এলাকায় দোহাজারী কক্সবাজার রেললাইনে চট্টগ্রামগামী ঈদ স্পেশাল-১০ ট্রেনের ধাক্কায় গুরুতর আহত বন্য হাতিটিকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজারের চকরিয়া ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে নেয়া হয়েছে।

চুনতি অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেন বাংলা এডিশনকে এ তথ্য নিশ্চিত করে বলেন, মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে ক্রেন দিয়ে হাতিটিকে রিলিফ ট্রেনে তোলা হয়। প্রথমে ট্রেনে করে চকরিয়া এবং পরে সেখান থেকে ট্রাকে করে সাফারি পার্কে নেয়া হয়।

সোমবার রাতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের নির্দেশে হাতিটির সুচিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয় বলে জানা যায়। পরিবেশ মন্ত্রণালয়ের গঠিত সাফারি পার্কের চিকিৎসা দলের নেতৃত্বে আছেন চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সাইনসেস ইউনিভার্সিটির প্রফেসর ড. বিবেক চন্দ্র সূত্রধর।

 

banner close
banner close