রবিবার

২৪ নভেম্বর, ২০২৪
৯ অগ্রহায়ণ, ১৪৩১
২২ জামাদিউল আউয়াল, ১৪৪৬

রাজশাহী বোর্ডের ১২ কলেজে পাশ করেনি কেউ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ অক্টোবর, ২০২৪ ১৬:০৩

আপডেট: ১৫ অক্টোবর, ২০২৪ ১৬:০৪

শেয়ার

রাজশাহী বোর্ডের ১২ কলেজে পাশ করেনি কেউ
রাজশাহী শিক্ষা বোর্ডের ১২ কলেজের পাশ করেনি কোন শিক্ষর্থী। কোলাজ

রাজশাহী শিক্ষা বোর্ডের ১২ কলেজের পাশ করেনি কোন শিক্ষর্থী। সোমবার ১১টায় রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অলিউল আলম এইচএসসি  পরীক্ষার্থীদের ফলাফল ঘোষণার সময় এ তথ্য জানান।

অকৃতকার্য  ঐ কলেজগুলো হলো- নাটোর সদরের বেগম খালেদা জিয়া কলেজ, নলডাঙ্গার সারকুতিয়া স্কুল অ্যান্ড কলেজ, গুরুদাসপুরের দুর্গাপুর স্কুল অ্যান্ড কলেজ, বাগাতিপাড়ার তমালতলা স্কুল অ্যান্ড কলেজ, নঁওগার মান্দার চাক-কামদেব আদর্শ কলেজ, চাঁপাইনবাবগঞ্জ সদরের চকঝগড়ু হাই স্কুল অ্যান্ড কলেজ,  শফিউর রহমান আইডিয়াল কলেজ, সিরাজগঞ্জ সদরের ছংগাছা মহিলা কলেজ, ছতলানতলী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, বগুড়ার সারিয়াকান্দির নিজববলাইল ইংলিশ কলেজ, গাবতলীর বাগবাড়ি মহিলা কলেজ এবং রাজশাহীর তানোরের মুন্ডুমালা গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজ।

উল্লেখিত এই ১২ কলেজে মোট শিক্ষার্থী ছিলেন ৪৬ জন। যারা প্রত্যকেই অকৃতকার্য। এর মধ্যে সর্বোচ্চ শিক্ষার্থী ছিলো বগুড়ার সারিয়াকান্দি নিজববলাইল ইংলিশ কলেজে। সোমবার প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে রাজশাহী বোর্ডে পাশের হার ৮১.২৪ শতাংশ লক্ষ্য করা গেছে।যা গত বছরের তুলনায় বেড়েছে।

এ বছর রাজশাহী বোর্ডের অধীনে ২০৩ টি কেন্দ্রে মোট ৭৪১ টি কলেজের ১ লাখ ৩৭ হাজার ১৮৪ শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে।৭ শতাধিক এই কলেজগুলোর ভেতরে ৩ট টি কলেজে শতভাগ উত্তীর্ণ হয়েছে এবং ১২ টি কলেজে সবাই অকৃতকার্য হয়।

রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আরিফুল ইসলাম বলেন, -এদের বিরুদ্ধে আমরা কোনো ব্যবস্থা নিতে পারি না। শুধু তালিকাটা আমরা শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে পাঠাতে পারি। তারা ব্যবস্থা নিতে পারে।

এ বছর কেউ পাশ করতে পারেনি সারাদেশে এমন কলেজের সংখ্যা ৬৫ টি,  যার মধ্যে ১২ টিই রাজশাহীতে।