শুক্রবার

১৮ এপ্রিল, ২০২৫
৫ বৈশাখ, ১৪৩২
২০ শাওয়াল, ১৪৪৬

বেসিসের সাবেক সভাপতি আলমাস কবীর গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ অক্টোবর, ২০২৪ ১৮:৫৪

আপডেট: ১৫ অক্টোবর, ২০২৪ ২০:১৫

শেয়ার

বেসিসের সাবেক সভাপতি আলমাস কবীর গ্রেফতার
সৈয়দ আলমাস কবীর। ছবি: সংগৃহীত

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সাবেক সভাপতি সৈয়দ আলমাস কবীরকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার রাজধানীর গুলশানের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

নাগরিকদের ব্যক্তিগত তথ্য চুরি, সাবেক পরিচালক গ্রেফতার

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের ডিসি রুহুল কবির খান বলেন, মোহাম্মদপুর থানায় দায়ের হওয়া একটি মামলায় আলমাস কবীরকে গ্রেফতার করে থানায় নেয়া হয়।

২০০৬ সাল থেকে আলমাস কবীর মেট্রোনেটের সিইও ছিলেন। তিনি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) একজন সহযোগী অধ্যাপক ছিলেন। এ ছাড়াও তিনি আইইউবি, নর্থ সাউথ ইউনিভার্সিটি এবং সিটি ইউনিভার্সিটিতে বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন।

banner close
banner close