শুক্রবার

১৮ এপ্রিল, ২০২৫
৫ বৈশাখ, ১৪৩২
২০ শাওয়াল, ১৪৪৬

রাজশাহী থেকে নিখোঁজ শিশুসহ দুই নারী কেরানীগঞ্জ থেকে উদ্ধার

প্রতিনিধি,রাজশাহী

প্রকাশিত: ১৬ অক্টোবর, ২০২৪ ১৩:১৭

আপডেট: ১৬ অক্টোবর, ২০২৪ ১৩:২১

শেয়ার

রাজশাহী থেকে নিখোঁজ শিশুসহ দুই নারী কেরানীগঞ্জ থেকে উদ্ধার
নিখোঁজ দুই শিশু ও দুই নারী কেরানীগঞ্জ থেকে উদ্ধার। ছবি: বাংলা এডিশন

সেপ্টেম্বরে রাজশাহীর রাজপাড়া থানা এলাকা থেকে নিখোঁজ হওয়া দুই শিশুসহ দুই নারীকে রাজধানীর অদূরে কেরানীগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ।

জানা যায়, গত ২২ সেপ্টেম্বর তারিখে রাজপাড়ার বসুয়া গ্রাম থেকে নিখোঁজ হন ওই দুই নারী ও দুই শিশু।

ওই দুই নারী সম্পর্কে একে অপরের বোন এবং শিশু দুটির মা।

এ ঘটনায় রাজপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি হলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) তৎপরতা শুরু করে।

বোয়ালিযা থানা ও রাজপাড়া থানার যৌথ উদ্যোগে একটি টিম কাজ করছিলো নিখোঁজ চারজনকে উদ্ধার করতে।

বুধবার সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তেতে কেরানীগঞ্জে অভিযান চালিয়ে উদ্ধার করা হয়  তাদের।

উদ্ধার হওয়া ঔ দুই শিশু ও দুই নারীকে আইনী প্রক্রিয়ার মাধ্যমে তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হবে বলে জানিয়েছে রাজপাড়া থানার ওসি আশরাফুল আলম।

banner close
banner close