চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এ পাবলিক প্রসিকিউটর হিসেবে যোগদান করেছেন অ্যাডভোকেট মোহাম্মদ এরফানুর রহমান। অপর দিকে, জেলা ও দায়রা জজ আদালত এ অতিরিক্ত জেলা পাবলিক প্রসিকিউটর হিসেবে যোগদান করেছেন অ্যাডভোকেট মোহাম্মদ এহছানুল হক। ১৬ অক্টোবর (বুধবার) উপ-সলিসিটর সানা মোহাম্মদ মাহরুফ হোসাইন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের নিয়োগ দেওয়া হয়।
অ্যাডভোকেট মোহাম্মদ এরফানুর রহমান চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার লোহাগাড়া সদর ইউনিয়নের পুরাতন থানা এলাকার সিকদার পাড়ার হাবিবুর রহমানের ছেলে। আদালত পাড়ায় তার পদচারণা শুরু হয় ২০১২ সালে। এছাড়াও তিনি চট্টগ্রাম জেলা আইনজীবীর সমিতির সদস্য। ২০১৫ সালে সুপ্রিম কোর্টের আইনজীবী হিসাবে তালিকাভূক্ত হন তরুণ এই আইনজীবি।
অ্যাডভোকেট মোহাম্মদ এহছানুল হক একই উপজেলার লোহাগাড়া সদর ইউনিয়নের মজিদার পাড়ার মোহাম্মদ আইয়্যুবের পুত্র। ২০১২ সালে তিনি আইন পেশায় যুক্ত হন। এছাড়াও ২০১৮ সালে চট্টগ্রাম জেলা আইনজীবীর সমিতির কার্য নির্বাহী সদস্য নিযুক্ত হন। ২০১৭ সালে সুপ্রিম কোর্টের আইনজীবী হিসাবে তালিকাভূক্ত হওয়ার গৌরব অর্জন করেন।
অ্যাডভোকেট মোহাম্মদ এরফানুর রহমান পি.পি ও মোহাম্মদ এহছানুল হক অতিরিক্ত পি.পি হিসেবে নিয়োগ পাওয়ায় লোহাগাড়াসহ চট্টগ্রামের
বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
পাবলিক প্রসিকিউটর ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়ে মহান আল্লাহর কাছে শুকরিয়া এবং পারিবারিক, সামাজিক ও দলের নেতাকর্মীদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ ও দোয়া কামনা করেন তারা।
আরও পড়ুন: