রবিবার

২০ এপ্রিল, ২০২৫
৭ বৈশাখ, ১৪৩২
২৩ শাওয়াল, ১৪৪৬

লালন শাহ ছিলেন বৈষম্যবিরোধী: উপদেষ্টা ফরিদা আখতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ অক্টোবর, ২০২৪ ১৪:৪৯

শেয়ার

লালন শাহ ছিলেন বৈষম্যবিরোধী: উপদেষ্টা ফরিদা আখতার
ফরিদা আখতার। ছবি: বাংলা এডিশন

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ‘লালনের প্রতি আপনাদের যদি সামান্য ভক্তি থাকে, তাহলে মনের মধ্যের বৈষম্য দূর করেন। নারীর প্রতি যদি নিচু দৃষ্টি থাকে সেটাকে দূর করেন। লালনকে যারা অত্যাচার করে, লালন ভক্তরা তাদের ক্ষমা করবে না। লালন শাহ ১৩৪ বছর আগেই সব বৈষম্যের বিরুদ্ধে কথা বলে গেছেন। লালন শাহ ছিলেন বৈষম্যবিরোধী। লালন শাহ বাংলাদেশের, লালন শাহ সারা বিশ্বের।’

বৃহস্পতিবার রাতে কুষ্টিয়ার কুমারখালীর ছেউড়িয়াতে লালন শাহের ১৩৪তম তিরোধান দিবস উপলক্ষে আলোচনা সভা ও গ্রামীণ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেছেন তিনি।

তিনি আরও বলেন, ‘ফকির লালন সাধক ছিলেন। তার বাণী সমাজের সব ক্ষেত্রে বিদ্যমান। আমরা যদি লালনকে ভালোবাসি, তাহলে নারীর ওপর অন্যায়, অত্যাচার, নির্যাতন করতে পারি না।’

উপদেষ্টা ফরিদা আখতার বলেন, ‘অন্তর্বর্তী সরকার যদি ঠিকঠাক কাজ করতে না পারে আপনারা আমাদের ধরবেন। এই যে ছাত্র-জনতার রক্তের ওপর আমরা যে সরকার গঠন করেছি, দায়িত্ব পেয়েছি তা দায়সারা হতে পারে না।

বৃহস্পতিবার আধ্যাত্মিক সাধক বাউল সম্রাট ফকির লালন শাহের তিরোধান দিবস উপলক্ষ্যে কুষ্টিয়ার ছেঁউড়িয়া লালন আখড়াবাড়িতে তিন দিনব্যাপী লালন মেলা শুরু হয়েছে। এদিন সন্ধ্যায় উদ্বোধন অনুষ্ঠান শুরু হয়েছে৷ আলোচনা সভা শেষে  সঙ্গীত অনুষ্ঠান শুরু হয়ে ভোর পর্যন্ত চলে৷ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও কুষ্টিয়া জেলা প্রশাসনের সহযোগিতায় এবং লালন অ্যাকাডেমির আয়োজনে ১৯ অক্টোবর পর্যন্ত লালন মেলা চলবে।

লালন মেলায় অনুষ্ঠানে প্রতিদিন সন্ধ্যায় আলোচনা সভা হবে৷ আলোচনা সভা শেষে মঞ্চে শুরু হবে লালন সঙ্গীত। যেখানে গাইবেন লালন অ্যাকাডেমির শিল্পী ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বাউল শিল্পী ও ভক্তরা।

banner close
banner close