রবিবার

২৪ নভেম্বর, ২০২৪
৯ অগ্রহায়ণ, ১৪৩১
২২ জামাদিউল আউয়াল, ১৪৪৬

নারায়ণগঞ্জে ঘরের ভেতর পড়েছিলো বৃদ্ধ দম্পত্তির মরদেহ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৯ অক্টোবর, ২০২৪ ১৪:০৬

আপডেট: ১৯ অক্টোবর, ২০২৪ ১৪:১২

শেয়ার

নারায়ণগঞ্জে ঘরের ভেতর পড়েছিলো বৃদ্ধ দম্পত্তির মরদেহ
বৃদ্ধ দম্পত্তির মরদেহ। ছবি: বাংলা এডিশন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঘরের ভেতরে খাটে পড়ে থাকা মো. আবুল কালাম ৬২ ও তার স্ত্রী আমেনা বেগম ময়না ৫৭ নামের বৃদ্ধ দম্পত্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার দিবাগত রাতে পাইনাদী মিজমিজি রেকমত আলী উচ্চ বিদ্যালয়ের দক্ষিন পাশে সৌদী প্রবাসী আবুল কালাম আজাদের ভাড়াটিয়া বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ দুটির শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

মৃত মো. আবুল কালাম লক্ষীপুর জেলার রামগতি থানার বালুরচর গ্রামের খলিল মুন্সীর ছেলে ও তার স্ত্রী আরব আলী শেখ এর মেয়ে আমেনা বেগম ময়না। তারা দীর্ঘদিন ধরে সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকায় ভাড়া থাকেন। তাদের দুই ছেলে বাবা-মা রেখে অনত্র ভাড়া থাকেন।

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার  এস এম জহিরুল ইসলাম ও সিদ্ধিরগঞ্জ থানার ওসি আল মামুনসহ পুলিশের উধ্বর্তন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

স্থানীয়রা জানান, ওই দম্পত্তির সাড়া শব্দ না পেয়ে দরজা খোলা থাকায় ঘরের ভেতের মো. আবুল কালাম ও তার স্ত্রী আমেনা বেগম ময়নার শোয়া অবস্থায় দেখতে পান। তাদের ডাকা-ডাকি করলেও কোন সাড়া শব্দ পাওয়া যাচ্ছিলোনা। পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করার ব্যবস্থা করেন।

নিহতদের বড় ছেলে মো. মানিক বলেন, 'তার মা ক্যান্সারের রোগী ছিলেন। বাবাও ডাবায়েটিসসহ বিভিন্ন রোগী আক্রান্ত ছিলেন। তার ধারণা একজনের মৃত্যু দেখে আরেকজন স্টোক করে মারা গেছেন।'

নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. তরিকুল ইসলাম বলেন, 'মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর আসল কারণ নিশ্চিত হওয়া যাবে।'