রবিবার

২৪ নভেম্বর, ২০২৪
৯ অগ্রহায়ণ, ১৪৩১
২২ জামাদিউল আউয়াল, ১৪৪৬

বিতর্কিত ৬২ এএসপি পুলিশে যোগ দিচ্ছেন: হাসনাত আব্দুল্লাহ 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ অক্টোবর, ২০২৪ ২২:৫৭

আপডেট: ১৯ অক্টোবর, ২০২৪ ২৩:০০

শেয়ার

বিতর্কিত ৬২ এএসপি পুলিশে যোগ দিচ্ছেন: হাসনাত আব্দুল্লাহ 
ছবিঃসংগৃহীত

শেখ হাসিনা সরকারের সময়, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন পিএসসি’র প্রশ্ন ফাঁস ছিলো নিয়মিত ঘটনা।  পিএসসির সাবেক চেয়ারম্যানের গাড়ি চালক আবেদ আলী প্রশ্ন ফাঁস করে হয়েছেন কোটি কোটি টাকার মালিক। গত সরকারের প্রশ্ন ফাঁস কতটা ভয়াভয় ছিলো, একজন আবেদ আলীর দুর্নীতি অনুসন্ধান করলেই বুঝা যায়। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন পিএসসি-র প্রশ্ন ফাঁসে জড়িত থাকার অভিযোগে চলতি বছর গণগ্রেপ্তার করে পুলিশ৷ 

চলতি বছর পিএসসি’র প্রশ্ন ফাস কেলেঙ্কারি প্রকাশ্যে আসার আগে, ২০২২ এর ৪ ডিসেম্বর শারদা পুলিশ একাডেমীতে সহকারী পুলিশ সুপার পদে প্রশিক্ষণের জন্য যোগ দেন ৬২ জন। অভিযোগ রয়েছে প্রশ্নপত্র ফাসের মাধ্যমে অনেক ছাত্রলীগ নেতা উত্তীর্ণ হয়েছেন। শারদা পুলিশ একাডেমীতে ৩১ অক্টোবর পর্যন্ত তাদের প্রশিক্ষণ শেষ হবার কথা থাকলেও, ১১ দিন আগেই প্রশিক্ষণ সমাপণী কুচকাওয়াজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। 

এই বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বাংলা এডিশনকে জানায়, বিগত শেখ হাসিনা সরকারের সময় বিসিএসে নিয়োগ পাওয়া এসব পুলিশ সদস্যদের বেশির ভাগই ছাত্রলীগ ক্যাডার। 

দুর্নীতি করে যেসব ছাত্রলীগ নেতা বিসিএস পুলিশ ক্যাডার হয়েছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান জানান হাসনাত। তা না হলে দেশে আবারো ফ্যাসিবাদ পুনরুত্থান হবে বলে সতর্ক করেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।