রবিবার

২৪ নভেম্বর, ২০২৪
৯ অগ্রহায়ণ, ১৪৩১
২২ জামাদিউল আউয়াল, ১৪৪৬

ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের অপসারণ না করার দাবীতে মানববন্ধন

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ২১ অক্টোবর, ২০২৪ ১৫:৫৫

শেয়ার

ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের অপসারণ না করার দাবীতে মানববন্ধন
খাগড়াছড়িতে মানববন্ধন কর্মসূচি। ছবি: বাংলা এডিশন

পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মেম্বার অপসারণ না করার দাবীতে খাগড়াছড়িতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। রোববার দুপুরে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ এসোসিয়েশন জেলা শাখার আয়োজনে খাগড়াছড়ি শহরের শাপলা চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিরা সরকারের সাথে রাষ্ট্র সংস্কারের সহযোগী হতে চায়। তৃণমূলের প্রতিনিধিত্ব করা জনপ্রতিনিধিদের বাদ দেয়া হলে সরকার ও জনগণের মধ্যে কোন সম্পর্ক স্থাপনকারী মাধ্যম থাকবেনা বলেও জানান বক্তারা।

মানববন্ধনে খাগড়াছড়ি সদরের ভাইবোন ছড়া ইউনিয়নের চেয়ারম্যান সুজন চাকমা, লক্ষ্মীছড়ি উপজেলার প্রবীল কুমার চাকমা সহ ৯ উপজেলার ৩৮ ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। 
মানববন্ধন শেষে মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।