রবিবার

২৪ নভেম্বর, ২০২৪
৯ অগ্রহায়ণ, ১৪৩১
২২ জামাদিউল আউয়াল, ১৪৪৬

ঘূর্ণিঝড় দানার প্রভাবে নৌবাহিনীর জেটি দ্বিখণ্ডিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ অক্টোবর, ২০২৪ ১৫:৫১

শেয়ার

ঘূর্ণিঝড় দানার প্রভাবে নৌবাহিনীর জেটি দ্বিখণ্ডিত
ছবি: বাংলা এডিশন

ঘূর্ণিঝড় দানার প্রভাবে জোয়ারের পানির তোড়ে বার্জের ধাক্কায় ইনানী সৈকতের নৌবাহিনীর জেটিটি ভেঙে দ্বিখণ্ডিত হয়ে গেছে। বুধবার গভীর রাতে  ইনানী সমুদ্র সৈকতে এ ঘটনা ঘটে।তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। 

বিষয়টি নিশ্চিত করেন, কক্সবাজার পর্যটক সেলের ম্যাজিস্ট্রেট তানভীর হোসাইন। 

তিনি জানান, ঘূর্ণিঝড় দানা’র প্রভাবে জোয়ারের পানির তোড়ে বার্জের ধাক্কায় ইনানী সৈকতের নৌবাহিনীর জেটিটি ভেঙে দ্বিখণ্ডিত হয়ে গেছে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। এখান থেকে সেন্টমার্টিন জাহাজ চলাচলের কথা ছিল।

স্থানীয় জেলে সিদ্দিক বলেন, রাতে সাগর খুব উত্তাল ছিল। এ সময় জেটিতে থাকা বাজটি বারবার জেটিতে আঘাত করছিল। হঠাৎ একটা বিকট শব্দ শুনা যায়। পরে দেখি জেটি দুই খণ্ডিত হয়ে গেছে। 

২৬ দেশের নৌ- বাহিনী ইনানীতে ভিড়া ও নৌমহড়ার কথা বলে সাগরকে দ্বিখণ্ডিত করে জেটি স্থাপন করা হয়েছিল। ২০২৩ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেটিটি উদ্বোধন করেছিলেন। তখন সাংবাদিকদের জানানো হয়েছিল উদ্বোধনের পর ওই জেটি সরিয়ে নেয়া হবে।