মৌলভীবাজার গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী কামাল সিন্ডিকেটের মাধ্যমে টেন্ডার নিয়ন্ত্রন ও কাজ না করে সরকারি টাকা লোপাট এর সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনী ব্যবস্থা গ্রহনের দাবীতে, দুর্ণীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম, মৌলভীবাজার জেলা শাখার আয়োজনে শহরের চৌমোহনা চত্বরে পথ সভা অনুষ্ঠিত হয়েছে।
দুর্ণীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম, মৌলভীবাজার জেলা শাখার সহ-সভাপতি অঞ্জন প্রসাদ রায় চৌধুরী-এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সাংবাদিক চিনু রঞ্জন তালুকদার-এর সঞ্চালনায় বুধবার দুপরে আয়োজিত পথসভায় বক্তারা বলেন মৌলভীবাজার গণপূর্ত নির্বাহী প্রকৌশলী, উপ-সহকারী প্রকৌশলী সহ তার সিন্ডিকেট-এর সাথে জড়িতদের সম্পদের হিসাব দাখিল করতে হবে। সরকারী কোটি কোটি টাকা লোপাটকারীদের শুধু বদলি নয়, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা করার দাবী জানান।
বক্তারা আরো বলেন- সিন্ডিকেট চক্র একজোটবদ্ধ হয়ে লোপাট করেছে-২০২০-২০২১ ও ২০২৩-২০২৪ইং, অর্থ বছরের সংস্কার ও আধুনিকায়ন কাজের বরাদ্ধকৃত সরকারের কোটি কোটি টাকা। বিগত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের মদদপুষ্ট ঠিকাদারদের সাথে ঘনিষ্ট সম্পর্ক গড়ে তুলে কোটি কোটি টাকার মালিক হয়েছে। ক্ষমতার দাপটে দীর্ঘবছর যাবৎ একই কর্মস্থলে কাজ করেছেন। স্বৈরাচার সরকারের পতনের পর তার খোলস পাল্টে বিএনপির সংশ্লিষ্ট ঠিকাদারদের সাথে সক্রিয় হচ্ছেন।
মৌলভীবাজার পুলিশ লাইনস-এর রিজার্ভ অফিস সংস্কার ও আধুনিকায়ন কাজের জন্য ২০২৩-২০২৪ অর্থবছরে বিল্ডিং এর চাদের জল চাদ ঢালাই না করে ১১ লাখ টাকা উত্তোলন করেন।
পছন্দের ঠিকাদারী প্রতিষ্ঠানের অনুকূলে মৌলভীবাজার পুলিশ সুপার-এর বাংলোয় ২০২৩-২০২৪ অর্থবছরে সংস্কার কাজের ১০ লাখ টাকা কোন কাজ না করেই উত্তোলনকরেন।
মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল, বক্ষবিধি হাসপাতাল, জেলা প্রশাসক অফিস ও নাসিং ইনষ্টিটিউটি সংস্কার কাজ একই ভাবে অনিয়ম ও দুর্ণীতির আশ্রয় নিয়েছে।
আরও পড়ুন: