শনিবার

১৯ এপ্রিল, ২০২৫
৬ বৈশাখ, ১৪৩২
২১ শাওয়াল, ১৪৪৬

জীবননগর সীমান্ত থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

প্রতিনিধি,চুয়াডাঙ্গা

প্রকাশিত: ২৬ অক্টোবর, ২০২৪ ১৫:০০

শেয়ার

জীবননগর সীমান্ত থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত এলাকা থেকে অজ্ঞাত একটি অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে জীবননগর থানা পুলিশ।   

তাৎক্ষনিক ভাবে মরদেহটি পুরুষের না নারীর তা শনাক্ত করা সম্ভব হয়নি।

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সীমান্ত ইউনিয়নের মেদিনীপুর ঘাড়কাটি বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।  

বিষয়টি নিশ্চিত করেছেন জীবননগর থানার ওসি মামুন হোসেন।

তিনি জানান, ‘স্থানীয় কয়েকজন কৃষক ভারত সীমান্ত ঘেষা মেদিনীপুর গ্রামের ঘাড়কাটি বিলে কচুরিপানা কাটছিলো। এমন সময় তারা মানুষের পা দেখতে পেলে আমাদেরকে খবর দেয়। আমরা ঘটনাস্থলে এসে কৃষকদের সহায়তায় মরদেহটি উদ্ধার করি।’  

তিনি আরও জানান, ‘ইতোমধ্যে আমরা আইনি প্রক্রিয়া শেষ করেছি। মরদেহটি চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।’

banner close
banner close