শনিবার

১৯ এপ্রিল, ২০২৫
৬ বৈশাখ, ১৪৩২
২১ শাওয়াল, ১৪৪৬

আশুলিয়ায় বেকারি মেশিনে কাটা পড়ে কর্মচারী নিহত

আশুলিয়া প্রতিনিধি

প্রকাশিত: ২৮ অক্টোবর, ২০২৪ ১২:১৭

আপডেট: ২৮ অক্টোবর, ২০২৪ ১২:৩৩

শেয়ার

আশুলিয়ায় বেকারি মেশিনে কাটা পড়ে কর্মচারী নিহত
ফাইল ছবি

শিল্পাঞ্চল আশুলিয়ায় বেকারির মিক্সার মেশিনে কাটা পড়ে ইমরান ২৪ নামের এক কর্মচারীর মৃত্যু হয়েছে। সোমবার সকালে আশুলিয়ার টেংগুরি নির্মাণটেক এলাকার মালা বেকারিতে এ ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

নিহত ইমরান মাদারীপুরের শিবচর উপজেলার ব্যাংচড়া গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে। সে আশুলিয়ার টেংগুরি নির্মাণটেক এলাকায় মৃত. মাহাতাবের বাড়িতে থেকে মালা বেকারিতে চাকরি করতো। 

মালা বেকারির শ্রমিকরা জানায়, প্রতিদিনের মত সকাল থেকেই ইমরান কাজে যোগ দিয়ে ময়দা মিক্সার করতে থাকে। অসাবধানতাবশত তার একটি হাত মেশিনে আটকে যায় এবং ধীরে ধীরে মেশিনের ভেতরে চলে যায়। এ সময় ঘটনাস্থলেই সে মারা যায়। 

বেকারির মালিক ইমদাদুল জানান, ইমরানের বাবা-মা কেউ বেঁচে নেই। প্রতিদিনের ন্যায় সকালে ইমরান কাজে আসে এবং অসাবধানতার কারণে ময়দা মিক্সার করার মেশিনে ঢুকে যায়। এতে সে ঘটনাস্থলেই মারা যায়। 

এলাকাবাসি জানায়, এই বেকারির কোনো অনুমোদন নেই। অনুমোদন না নিয়ে দীর্ঘদিন ধরে বেকারি চলছে। শিশু শ্রমিক দিয়েও এই বেকারি চালানোর অভিযোগ করেন এলাকাবাসি।

আশুলিয়া থানার এস আই মদন শাহা জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।  

banner close
banner close