শনিবার

১৯ এপ্রিল, ২০২৫
৬ বৈশাখ, ১৪৩২
২১ শাওয়াল, ১৪৪৬

আম বাগান থেকে পুলিশের গুলি উদ্ধার

প্রতিনিধি, রাজশাহী

প্রকাশিত: ২৯ অক্টোবর, ২০২৪ ২০:২৬

শেয়ার

আম বাগান থেকে পুলিশের গুলি উদ্ধার
উদ্ধার হওয়া বুলেট। ছবি: বাংলা এডিশন

রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানায় একটি আম বাগান থেকে পুলিশের লুট হওয়া ৬০ রাউন্ড গুলি উদ্ধার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) একটি টিম।

মঙ্গলবার দুপুরে কাশিয়াডাঙ্গার সায়েরাগাছা এলাকার আমবাগান থেকে একটি পরিত্যক্ত ব্যাগের ভিতরে রাখা অবস্থায় রাবার বুলেটগুলি উদ্ধার করা হয়।

পুলিশের পক্ষ থেকে বলা হয়, দুপুরে কাশিয়াডাঙ্গা থানার সাব ইন্সপেক্টর আরমান হোসেন তার টিম নিয়ে ঐ এলাকায় দায়িত্বরত থাকাকালীন বাগানটিতে একটি সন্দেহজনক ব্যাগ দেখতে পেয়ে সেটিকে খুললে ৬০ রাউন্ড রাবার বুলেট মেলে ঐ ব্যাগটিতে।

জানা যায়, উদ্ধারকৃত বুলেটগুলো ৫ আগস্টের সহিংসতার সময়ে লুট হয়েছিল।

ওই ঘটনার পর আরএমপি’র পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান আগ্নেয়াস্ত্র, গুলি ও সরকারি মালামাল উদ্ধারের তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য নগরবাসীকে অনুরোধ জানিয়েছেন।

banner close
banner close