টেকনাফ সীমান্তে বিশেষ অভিযানে তিনজনকে আটক করেছে এবং একটি দেশীয় তৈরি এলজি ও চার রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এ অভিযান পরিচালনা করে।
বিজিবির সূত্র জানায়, ৩০ অক্টোবর লেদা বিওপি (বর্ডার আউটপোস্ট)-এর আওতাধীন নাফ নদীর কিনারা ঘেঁষে টেকনাফ শহরের দিকে নৌকায় ডাকাত দলের কিছু সদস্য আসতে পারে এমন খবরে লেদা বিওপির একটি টহলদল অভিযানে নেমে সন্দেহভাজন ব্যক্তিদের অবস্থান শনাক্ত করে এবং তাদের ঘেরাও করে। অভিযানে আটক ব্যক্তিদের কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন- এনায়েতুল্লাহ (২৬), পিতা-আবু আহমেদ, ১৫ নম্বর জামতলি এফডিএমএন ক্যাম্প, উখিয়া, মোহাম্মদ আলম (২৩), পিতা-আব্দুল জব্বার, ১৫ নম্বর জামতলি এফডিএমএন ক্যাম্প, উখিয়া, মোহাম্মদ ইয়াছিন (২৯), পিতা-নূর মোহাম্মদ, ২২ নম্বর উনচিপ্রাং এফডিএমএন ক্যাম্প, টেকনাফ।
বিজিবির লেফটেন্যান্ট কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ বলেন, "আটককৃত ডাকাত দলের সদস্যরা টেকনাফের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানসহ বাজার ও ঘরবাড়িতে ডাকাতি চালানোর কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে অস্ত্র ও গোলাবারুদসহ নিয়মিত মামলা দায়ের করে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।"
বিজিবি জানায়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং চোরাচালান ও ডাকাতি প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন: