শনিবার

২৩ নভেম্বর, ২০২৪
৯ অগ্রহায়ণ, ১৪৩১
২২ জামাদিউল আউয়াল, ১৪৪৬

টঙ্গীতে ডিমের আড়তে  ভোক্তা অধিকারের অভিযান

টঙ্গী, গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ৩০ অক্টোবর, ২০২৪ ১৬:৩৩

শেয়ার

টঙ্গীতে ডিমের আড়তে  ভোক্তা অধিকারের অভিযান
ডিমের আড়তে অভিযান। ছবি : এডিশন

গাজীপুরের টঙ্গীর নতুন বাজারে ডিমের আড়তে অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও গাজীপুর জেলা প্রশাসন। 

বুধবার দুপুরে এই অভিযান পরিচালিত হয়। এসময় বিভিন্ন অপরাধে পাঁচটি দোকানে ৬১ হাজার টাকা জরিমানা করা হয়। 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শরীফুল ইসলাম ও গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবুর রহমান নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ছাত্র প্রতিনিধি ও স্থানীয় প্রশাসনের সদস্যবৃন্দ।
এসময় ইদ্রিস আলী ডিমের আড়ৎকে ২০ হাজার, ভাই ভাই ডিমের আড়ৎকে ২০ হাজার লামিয়া ১০ হাজার, আল্লাহর দান ৫ হাজার ও জিলানী ডিমের আরৎকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। 

এসময় ভোক্তা অধিকারের সহকারী পরিচালক শরীফুল ইসলাম বলেন, সারাদেশে ডিমের বাজারের অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হচ্ছে।